adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে অর্জনে সাকিব টেন্ডুলকারের পাশে

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে চোটের কারণে আগের সিরিজে দর্শক হয়ে বসে থাকতে হয়েছিল। এই সিরিজের প্রথম টেস্ট খেলতে চাইছিলেন না তিনি নিজেই। ফিরলেন, ফিরেই সিরিজ সেরা। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৫ বার সিরিজ সেরা হলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বার

ক্রিকেটে রেকর্ডের একক কে কী নামে ডাকা হয়? উত্তরটা শচীন টেন্ডুলকার বললে ভুল বলা হবে না নিশ্চয়ই। অন্তত ব্যাটিংয়ের প্রায় সবগুলো রেকর্ডই তো তার দখলে। যেকোনো রেকর্ডে হোক বা অর্জনে, টেন্ডুলকারের নামের পাশে বসা বিরাট গবেআ নিশ্চয়ই। সাকিব আল হাসান সেই গর্ব করতেই পারেন। এ নিয়ে টেস্টে প্াচবার সিরিজ সেরা হলেন সাকিব। ২০০ টেস্টের ক্যারিয়ারে টেন্ডুলকারও প্াচবার সিরিজ সেরা হয়েছেন। এই রেকর্ডে অবশ্য মুত্তিয়া মুরালিধরন প্রায় অমরত্ব পেয়ে গেছেন। তার এই রেকর্ড কোনো দিন ভাঙবে কি না, কে জানে। সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি যে ১১ বার ম্যাচ সেরা হয়ে সবার ওপরে।

টেস্টে মুরালি এখনো অনেক দূরের পথ। তবে এখনই মুরালিকে সাকিব পেরিয়ে গেছেন, তাও বলা যায়। যদি তিন ধরনের ক্রিকেটকেই বিবেচনায় আনা হয়। মুরালি আন্তর্জাতিক ক্রিকেটে ওই ১১ বারই সিরিজ সেরা হয়েছেন। এতদিন তিন ধরনের ফরম্যাট মিলিয়ে সাকিব মুরালির পাশে ছিলেন।

আজ পেরিয়ে গেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে যে সাকিব এ নিয়ে ১২ বার সিরিজ সেরা হলেন। এদিক দিয়ে সাকিব উঠে এলেন সেরা পাঁচে। ১৯ বার সিরিজ সেরা হয়ে সবার ওপরে আছেন টেন্ডুলকারই। সাকিবের ওপরে থাকা বাকি তিনজন হলেন জ্যাক ক্যালিস (১৪), সনাৎ জয়াসুরিয়া (১৩) ও বিরাট কোহলি (১৩)।তবে সাকিব টেস্টেও এখনই যতটা পথ পাড়ি দিলেন, তা নিয়েই যথেষ্ট গর্ব করতে পারেন। সিরিজ সেরার এই মাইলফলকে সাকিবের আশপাশের নামগুলোও অনেক রথী-মহারথীর। গ্লেন ম্যাকগ্রা, ওয়াকার ইউনিস, ডেল স্টেইন, রঙ্গনা হেরাথ, জেমস অ্যান্ডারসনের মতো বোলিং গ্রেটরাও সাকিবের মতো ৫ বার সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। ব্যাটসম্যানদের মধ্যে ৫ বার করে ম্যাচ সেরা হয়েছেন গ্রাহাম গুচ, মাইকেল ক্লার্ক, বীরেন্দর শেবাগ, অ্যান্ড্রু স্ট্রাউস। প্রথমআলো অনলাইন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া