adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইমার্জিং ন্যাশনস কাপের আয়োজন করছে পাকিস্তান, ভারত খেলবে শ্রীলঙ্কায়!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে দল নিয়ে আসুন, পাক ক্রিকেট বোর্ডের এই আমন্ত্রণ আগেই বাতিল করে দিয়েছিল বিসিসিআই। ‘নিরপত্তাহীনতা’র কারণেই পাকিস্তানে দল পাঠাবে না বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন অবস্থায় ভারতকে প্রতিযোগিতায় সামিল করতে ক্রীড়াসূচিতে পরিবর্তন করল পাকিস্তান।

ইমার্জিং ন্যাশনস কাপের কেবল ৬টি ম্যাচই হবে পাকিস্তানে। বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সেক্ষেত্রে ভারতকে আর পাকিস্তানে আসতে হবে না। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে ভারতীয় দল। এমনকি ইমার্জিং ন্যাশনস কাপের ফাইনালও হবে সেখানেই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কলম্বো-তে হবে ইমার্জিং ন্যাশনস কাপের ফাইনাল।

পাক ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, করাচিতে খেলতে আসা দলগুলোর জন্য হাইপ্রোফাইল সিকিউরিটির বন্দোবস্ত করা হয়েছে। গোটা প্রতিযোগিতায় বিদেশি দলগুলোর নিরাপত্তায় সর্বতভাবে জোর দেওয়া হবে বলেও পাক বোর্ডের তরফে আশ্বস্ত করা হয়েছে।

ওয়াকিফহাল মহল মনে করছে, এই প্রতিযোগিতা আয়োজন করা পাকিস্তানের কাছে আসলে একটা চ্যালেঞ্জ। ইমারন খান ক্ষমতায় আসার পর, সেদেশে সুরক্ষার যে কোনও খামতি পাক সরকার ও ক্রিকেট বোর্ড রাখবে না, সেটাই প্রমাণে মরিয়া তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া