adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না

ডেস্ক রিপাের্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্ট। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও নির্বাচনী সহায়ক গ্রুপের কো-চেয়ারদের বিবৃতিতে বলা হয়, ‘ইইউ পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না। ভোটের ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলও থাকবে না।

উক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় পার্লামেন্টের গত ১৫ নভেম্বরের রেজ্যুলেশনের ভিত্তিতে এ বিবৃতি দেওয়া হয়েছে। রেজ্যুলেশনে নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা করা হয়েছে। নির্বাচনকালে রাজনৈতিক দলগুলোকে যে কোনো ধরনের সহিংসতা এড়ানোর আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হয়ে গেলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের সফর বাতিল করেছিল। এছাড়াও ২০১৪ সালের নির্বাচনেও ইইউ পর্যবেক্ষক পাঠায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া