adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাকিল

ডেস্ক রিপাের্ট : আগামী ২ বছরের জন্য ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. শাকিল রিজভী।

এ ছাড়া সংগঠনটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন শরীফ আনোয়ার হোসেন এবং রিচার্ড ডি রোজারিও হয়েছেন ভাইস-প্রেসিডেন্ট।

ডিবিএ’র চতুর্থ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

শাকিল রিজভী ডিএসই’র ট্রেক হোল্ডার শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। নবনির্বাচিত প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন ডিএসই’র ট্রেক হোল্ডার মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এবং গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও ডিবিএ’র ভাইস প্রেসিডেন্ট।

এজিএমে পরিচালনা পর্ষদের প্রতিবেদন নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ, বিবেচনা সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়। এ ছাড়া পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

এর আগে ১০ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫ জন পরিচালকের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনের সদস্য এম এন্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।

এই ১৫ পরিচালকের মধ্য থেকে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

ডিবিএ’র নির্বাচিত পরিচালকরা হলেন, ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ রহমান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজউদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কন্সালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজ কামাল, এরিস সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, এমিন্যান্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খান, রাস্তি সিকিউরিটিজ কন্সালটেন্ট লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদওয়ানুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, এফসিএ, আদিল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাস্তগীর মো. আদিল, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি উল ইসলাম ও শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া