adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় দুই দিনব্যাপী কর্মশালা

ডেস্ক রিপোর্ট : স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) বাংলাদেশ কান্ট্রি অফিসে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান-২ নাভানা টাওয়ারের কান্ট্রি অফিসে কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসবিআইয়ের কান্ট্রি হেড ড. প্রকাশ চন্দ সাবু, এসবিআইয়ের চিফ জেনারেল ম্যানেজার (ইস্ট এশিয়া রিজিয়ন হংকং) মহেশ কুমার শর্মা, জনতা ব্যাংকের ডেপুটি পরিচালক ইসমাইল হোসেন, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আব্দুল গফুর।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন এসবিআই চিফ জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল ব্যাংকিং-মুম্বাই) সঞ্জয় নায়েক।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসবিআইয়ের হেড অব আইটি ও এসআর ঝুমা দত্ত।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ডেপুটি চিফ অপারেশন অফিসার রাম কিশোরসহ এসবিআই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জ্ঞান চন্দ পিপারা।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, ব্যাংকিং একটি চ্যালেঞ্জিং পেশা। দায়িত্ব ও মেধা প্রজ্ঞায় এগিয়ে যেতে হয়। এসবিআই একটি ভারতীয় বহুজাতিক ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশেও ব্যাংকটি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।আমি আশা করি, দুই দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা যথাযথ উপকৃত হবেন, দক্ষ হবেন ও অভিজ্ঞ হবেন।

অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এসবিআই ব্যাংকের কর্মকর্তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া