adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ার ক্রিকেটের অগ্রযাত্রা ধরে রাখার প্রতিশ্রুতি পাপনের

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর অন্য অঞ্চলের মতো এশিয়ার ক্রিকেটে গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নতি হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশের হয়েছে উত্থান। এই অঞ্চলের ক্রিকেটের এমন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এসিসির বার্ষিক সাধারণ সভা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে কয়েকশ মানুষ জড়ো হন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের লক্ষ্যের কথা জানান তিনি।

‘গত চার-পাঁচ বছর ধরে এসিসির সঙ্গে আমি যুক্ত আছি। সংগঠনটি ইতিমধ্যে সঠিক পথেই আছে। গত কয়েক বছরে অনেক ভালো ভালো সিদ্ধান্ত আমরা একসঙ্গে নিয়েছি। অনেক টুর্নামেন্ট বেড়েছে। আমার প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে সঠিক পথে রাখা।

নাজমুল হাসান চতুর্থ বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমবার এসিসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম মাহমুদ। ১৯৮৯-৯১ মেয়াদে দায়িত্বে ছিলেন তিনি। ২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আলী আজগর লবি। তৃতীয় প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পর্যন্ত।

নাজমুল হাসান জানান, এবার তার প্রতি সকলের উচ্চ আশা। অন্য দেশের বোর্ড সভাপতিরা মনে করছেন, বাংলাদেশের উত্থানের মতো এসিসিতেও ভালো কিছু হবে।
সবার আশা অনেক বেশি। সবাই ভাবছে আরও কী যেন একটা হবে। আমার মনে হয় মাঠে বাংলাদেশের ভালো পারফরমেন্সের কারণে আমাকে ঘিরে অন্যদের উচ্চাশা তৈরি হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া