adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি দমন কমিশনেরও দুর্নীতি মিলবে, এনবিআর-দুদক বাদানুবাদ

নিজস্ব প্রতিবেদক : খুঁজলে দুর্নীতি দমন কমিশনেরও দুর্নীতি মিলবে- জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যানের এই বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বিস্ময় প্রকাশ করে জেনেশুনে মন্তব্য করার পরামর্শ দিয়েছেন।

গতকাল দুদকে এক ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে এনবিআর চেয়ারম্যানের বক্তব্য তুলে ধরে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জেনে ও বুঝে মন্তব্য করা উচিত। কোনও প্রতিষ্ঠানই নিশ্চিতভাবে বলতে পারবে না, তাদের দোষত্রুটি নেই। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা নেয় দুদক। এখানে রাগ-অনুরাগের কোনও বিষয় নেই। দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা-কর্মচারীদেরও চাকরি গেছে।’

গত ৮ নভেম্বর এক অনুষ্ঠানে দুদক নিয়ে তীর্যক মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘নিরপেক্ষভাবে তদন্ত করলে দুদকেও নানা ধরনের দুর্নীতি বের হবে’।

গত ৮ নভেম্বর আয়কর বিভাগের দুর্নীতির উৎস চিহ্নিত করে তা বন্ধের সুপারিশমালা মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দেয় দুদক। কর বিভাগে ১৩ ধরনের দুর্নীতি হয় জানিয়ে আয়কর বিভাগের এসব দুর্নীতি প্রতিরোধে ২৩টি সুপারিশ করে দুদক।

আর এর প্রতিক্রিয়ায় এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘এনবিআরের দুর্নীতি দূর করা বা অনুসন্ধান করা দুদকের কাজ নয়।’

তবে দুদক চেয়ারম্যান বলেন, ‘সরকারের কাছে এনবিআরের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করেছি। এটা আমলে নেওয়া হবে কিনা তা সরকার সিদ্ধান্ত নেবে।’

হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা –

নির্বাচনে আগ্রহী প্রার্থীরা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে দুদক তাদের মুখোশ উন্মোচন করবে বলেও জানান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশের জনগণ কোনও স্বীকৃত দুর্নীতিবাজকে নির্বাচিত করবে না। আর সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচনে অংশ নিলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।’

‘নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নেই। নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের কাজ করে যাব। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা চাইব নির্বাচন কমিশনে তারা সঠিক সম্পদের হিসাব জমা দেবেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া