adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়া কমিয়েছে

ডেস্ক রিপাের্ট : ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ কমেছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের ৫ নভেম্বর পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণের প্রাক্কলন ছিল ১৪ হাজার ৩৯৩ কোটি টাকা। ঋণ নিয়েছে ৬ হাজার ১৫৯ কোটি ৪৬ লাখ টাকা। এ নিয়ে সরকারের ব্যাংকিং খাত থেকে মোট ঋণের পরিমাণ ৯৪ হাজার ৪১৭ কোটি টাকা।

৩০ জুন পর্যন্ত এ ঋণের পরিমাণ ছিল ৮৮ কোটি ২৫৭ কোটি। চলতি ২০১৮-১৯ অর্থবছরের সরকারের ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ৪২ হাজার ২৯ কোটি টাকা।

চলতি বছরের ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট রয়েছে। এই বাজেটের ঘাটতি রয়েছে ১ লাখ ২১ হাজার ২৪২ কোটি টাকা। দেশি বিদেশি উৎস থেকে এ অর্থ সংগ্রহ করা হবে। যা আগের বছরের সংশোধিত বাজেটের ঋণের চেয়ে ১২ শতাংশ বেশি। এ অর্থের মধ্যে বৈদেশিক উৎস থেকে ৬০ হাজার ৫৮৫ কোটি টাকা ঋণ নেওয়া হবে। ঘাটতির বাকি ৭১ হাজার ২২৬ কোটি টাকা নেওয়া হবে অভ্যন্তরীণ উৎস থেকে। এর মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৪২ হাজার ২৯ কোটি টাকা। বাকি ২৬ হাজার ১৬৭ কোটি টাকা নেওয়া হবে সঞ্চয়পত্র থেকে। তিন হাজার কোটি টাকা অন্য উৎস থেকে।

বাজেটের প্রাক্কলন অনুযায়ী, ব্যাংক থেকে সরকারের প্রতিদিন ঋণ নেওয়ার কথা ১১৫ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে চলতি নভেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত ১২৫ দিনে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ১৪ হাজার ৩৯৩ কোটি ৫০ লাখ টাকা। কিন্তু সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৬ হাজার ১৫৯ কোটি ৪৬ লাখ টাকা। ব্যাংকিং খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার ২৩৩ কোটি ৬৩ টাকা কম ঋণ নিয়েছে।

সরকার বাজেটের ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র বিক্রি করে করে টাকা তুলে নিচ্ছে বলে ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ কমেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সঞ্চয়পত্র অধিদপ্তরের সূত্র জানায়, সুদ বেশি হওয়ার কারণে মানুষ বেশি ঝুঁকছে সঞ্চয়পত্রের দিকে।

সঞ্চয়পত্র বিক্রি থেকে পুরো বছরের প্রাক্কলন অনুযায়ী, জুলাই-অক্টোবর চার মাসে সরকারের অর্থ সংগ্রহ করার কথা ৮ হাজার ৭২২ কোটি টাকা। কিন্তু সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের সংগৃহীত অর্থের পরিমাণ ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। সে হিসাবে পুরো মাসের প্রাক্কলন ছয় মাসের সঞ্চয়পত্রের বিক্রি থেকে উঠে আসবে।

ব্যাংক থেকে সরকারের ঋণ কমে যাওয়া মানে সরকারের সুদের বোঝা বৃদ্ধি পাওয়া বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বিআইবিএমের প্রফেসর ইয়াসিন আলী। তিনি বলেন, এটা ভালো খবর নয়। ব্যাংক থেকে বিল বন্ডের মাধ্যমে ঋণ নেওয়া মানে এর সুদ হার ৬ থেকে ৮ শতাংশ।কিন্তু একই অর্থ যখন সরকার সঞ্চয়পত্র বিক্রি করে সংগ্রহ করবে তখন তার সুদ হার ৮ থেকে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত উঠে।

সম্প্রতি ব্যাংকের সুদ হার কমে যাওয়ায় মানুষ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে। ফলে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে ব্যাংকে আগের ঋণের টাকা পরিশোধ করছে। এর ফলে সরকারকে বাড়তি টাকা দিতে হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া