adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তাঁর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখেছি’

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং যুক্তফ্রন্টের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। গণভবনে অনুষ্ঠিত এ সংলাপ শেষে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, শেখ হাসিনার তিনটি পরিচয়। প্রথমত, তিনি দেশের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, তিনি আওয়ামী লীগের সভাপতি। তৃতীয়ত, তিনি বঙ্গবন্ধু কন্যা।

সংবাদ সম্মেলনের পর বি. চৌধুরী আলাপকালে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রাজ্ঞতা, বিচক্ষণতা ও দূরদর্শিতায় মুগ্ধ হয়েছি। তাঁর মধ্যে আমি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখেছি।’ ৯১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন, আমি সংসদীয় উপনেতা ছিলাম। ’৯৬ সালে তিনি প্রধানমন্ত্রী ছিলেন আর আমি বিরোধী দলীয় উপনেতা ছিলাম। এরপর ২০০১ সালে আমি রাষ্ট্রপতি ছিলাম। এখন আমি একজন পরিণত শেখ হাসিনাকে দেখলাম এবং তাঁর রাজনৈতিক চিন্তা-ভাবনা, মানুষকে শ্রদ্ধা করার মানসিকতা ও অন্যের মত শোনার মানসিকতা আমি আবার নতুন করে উপলব্ধি করলাম।’

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর অদ্ভুত গুণ ছিল মানুষকে আপন করে নেওয়ার, অন্যের কথা শোনার এবং মানুষের প্রতি সম্মান দেখানোর। সেই গুণটি প্রচণ্ডভাবে ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’-বাংলা ইনসাইডার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া