adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`১০ বছর গেলাে, আন্দােলন কবে হবে, বিএনপি ভুয়া’

ডেস্ক রিপাের্ট : ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে এই জনসভা হয়। এই জনসভাকে ঘিরে বিশাল এই মাঠে লাখো জনতার উপস্থিতি ছিল।

জনসভাস্থলে উপস্থিত হয়ে ময়মনসিংহের উন্নয়নে মোট ১৯৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ওবায়দুল কাদের তার বক্তব্যে বৃহস্পতিবার রাতের সংলাপ এবং বিএনপি সরকারে থাকাকালে তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। একইভাবে আন্দোলনে নেমে দলটির ব্যর্থতার কথা তুলে ধরে কটাক্ষ করেন।

বলেন, ‘এই ঈদ না সেই ঈদ, কোন ঈদের পর হবে আন্দোলন? নির্বাচনের আগে আর ঈদ আছে?

১০ বছর গেল, আর কবে আন্দোলন হবে?’

বক্তব্যের এক পর্যায়ে কাদের স্লোগান তোলেন, ‘ভুয়া, ভুয়া, ভুয়া, বিএনপি ভুয়া’।

এ সময় উপস্থিত জনতাও কাদেরের সঙ্গে গলা মেলায়।

পরে কাদের আবার বলেন, ‘ধানের শীষ পেটের বিষ, ঠিক আছে?… ময়মনসিংহের লোক বলে সাপের বিষ।

ধানের শীষে আর ভোট দেবেন?’

‘পেটের বিষ এই দানের শীষ, এই ধানের শীষে আর ভোট হবে?’- এমন প্রশ্নে উপস্থিত জনতা চিৎকার দিয়ে বলেন, ‘না’।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বিএনপি, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল। এই বিএনপি বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ পঞ্চম সংশোধনীতে যাতে বিচার না হয় এই ব্যবস্থা করেছি।’

‘এই বিএনপি ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল। শেখ হাসিনাকে যারা হত্যা করতে চেয়েছিল, যারা বেগম জিয়ার ছেলে কোকোর মৃত্যুর পর আমাদের নেত্রী বেগম জিয়ার বাড়িতে শোকাহত মাকে শান্তনা দিতে গিয়েছিলেন। সেদিন কী হয়েছে? নেত্রীকে ঢুকতে দেয়া হয়েছিল? বলুন…’
‘ঘরের দরজা বন্ধ করে দিয়েছির বিএনপি।’

‘বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করে যারা শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালায়, যারা শেখ হাসিনাকে শোকাতুর মায়ের সঙ্গে দেখা করতে না দিয়ে ঘরের দরজা বন্ধ করে…আপনাকে যারা হত্যা করতে চেয়েছিল, আপনার পিতার হত্যাকারীদের পুনর্বাসিত করতে চেয়েছিল, আপনি আপনার হৃদয়ের মহানুভবতা দেখিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সংলাপে বসেছেন।’

‘আমরা কারও কাছে নতি স্বীকার করিনি, কারও চাপের কাছে আমরা নতি স্বীকার করিনি। শেখ হাসিনা বলেছেন, আমার দরকার সবার জন্য খোলা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া