adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এরশাদ – সংলাপ ব্যর্থতায় পর্যবসিত হবে: এরশাদ

ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সংবিধান মতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো মানা সম্ভব নয়। এতগুলো লোক নিয়ে কখনোই সংলাপ সফল হয় না। এই সংলাপ ফলপ্রসূ হবে না, তারা শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙে দিতে চান এসব কোন দাবি মেনে নেয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থতায় পর্যবসিত হবে বলে জানান তিনি।’

বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এইচ এম এরশাদ এসব কথা বলেন।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘নেতৃত্বহীন বিএনপির অবস্থা এখন খুবই খারাপ। সাত দফা আদায় না হলে শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার সম্ভাবনাই বেশি।’

জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা নির্বাচন করব। প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রস্তুতিও আছে।’

এ সময় তিনি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে বলেন, ‘আমরা শুরু থেকে ইভিএম ব্যবহারের পক্ষে ছিলাম না। এটার ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষ এখনো তেমনভাবে কিছুই জানেন না।’ এটা ব্যবহারের মাধ্যমে ভোট কারচুপির আশংকা থাকে। তাই ইভিএম ব্যবহারের পক্ষে আমরা নেই।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সুন্দরগঞ্জের এমপি ব্যারিস্টার শামীম হায়দার, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, মহানগর জাপার সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক ইয়াসির আহাম্মেদ প্রমুখ।

এদিকে, বিকেল সাড়ে ৪টায় সদরের চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাটে এক পথসভায় বক্তব্য দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ। রাতে জাতীয় পার্টি রংপুর কার্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া