adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জোট বাড়ালেন বি.চৌধুরীও

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি যখন জোট বাড়ানোর চেষ্টায়, তখন শক্তি বাড়ালেন তৃতীয় শক্তি হওয়ার বাসনায় গঠন করা যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীও।

বি. চৌধুরী না গেলেও ২০১৬ সালের ডিসেম্বরে গঠন করা জোটের দুই দল নাগরিক ঐক্য এবং জেএসডি বিএনপিরকে নিয়ে গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ওদিকে বি. চৌধুরী চমক দেখিয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীকে দলে ভিড়িয়ে। আজ বৃহস্পতিবার তিনি তার জোট যুক্তফ্রন্টে যুক্ত করলেন বিএলডিপির, ২০ দলীয় জোট থেকে বের হয়ে আসা বাংলাদেশ ন্যাপ, এনডিপি ও লেবার পার্টির একাংশ, জাতীয় জনতা পার্টি ও মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্টকে।

এ ছাড়া বি. চৌধুরীর দল বিকল্পধারায় যোগ দিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা গোলাম রেজা, গণফ্রন্ট নেতা কামাল পাশা, মুসলিম লীগ নেতা নূর এ আলম এবং জনদল নেতা জয় চৌধুরী ও খলিল চৌধুরী।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হয় ‘যুক্তফ্রন্ট সম্প্রসারণ ও বিকল্পধারায় যোগদান’ অনুষ্ঠান।

বি. চৌধুরী তার বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দাবির বিষয়ে। বলেন, সুষ্ঠু নির্বাচন দিলেই এই সংলাপের বিজয় হবে।

বিকল্পধারার নেতা বলেন, ‘সংলাপ ছাড়া চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে না। প্রধানমন্ত্রী সংলাপের আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এটা বিকল্পধারার একটি বড় বিজয়।’

‘তারা (ক্ষমতাসীনরা) বলেছিলেন, সংলাপ করবেন না। আমরা বলেছিলাম, করতে হবে। আমরা দেশের স্বার্থ, মানুষের কথা মাথায় রেখে কথা বলব। আমরা জনগণের কাছে পৌঁছে যেতে চাই। আমাদের দাবির প্রেক্ষিতে তারা আমাদের সাথে সংলাপে বসছেন। এটা বিকল্পধারার বড় বিজয়।’

‘আমাদের দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সংসদ ভেঙে দিন। সংসদ সদস্য হিসেবে কারও কোনও ক্ষমতা থাকতে পারে না। নির্বাচন কমিশনকে নিপেক্ষ করতে হবে। ইভিএম ব্যবহার করতে দেওয়া হবে না। নির্বাচন পর্যবেক্ষক আনতে হলে তাদের একমাস আগেই আসার সুযোগ দিতে হবে। যেকোনও কেন্দ্র পরিদর্শন করার সুযোগ দিতে হবে।’

‘নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনীকে নিয়োগ দিতে হবে। আমাদের সেনাবাহিনী সারাবিশ্বে শান্তি রক্ষা করছে। দেশের শান্তির জন্য কেন কাজ করবে না? সামরিক বাহিনীর কোনও বিকল্প নেই। নির্বাচনের সময় সমাবেশ করতে দিতে হবে। সমাবেশ করার ক্ষেত্রে কোনও বিধি-নিষেধ থাকতে পারে না।’

‘গণগ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে এটি বন্ধ করারও দাবি করেন সাবেক রাষ্ট্রপতি। বলেন, ‘আটকদের মুক্ত করে দিতে হবে। সরকারি চাকরিজীবীদের বড় অংশ আওয়ামী লীগের দলীয় এজেন্টে পরিণত হয়েছে, তাদের নির্বাচনের কাজে যুক্ত করা যাবে না। এই বিষয়গুলি আমরা সংলাপে আলোচনা করব।’

দুর্নীতিমুক্ত করতে পারলে দেশের প্রবৃদ্ধি আজ ১০ শতাংশ হতো দাবি করে প্রধানমন্ত্রীকে বি চৌধুরী বলেন, ‘উন্নয়ন যা করেছেন তার ৫০ শতাংশ দুর্নীতি হয়েছে। আর সরকার উন্নয়নের বাহাদূরি করছে। উন্নয়ন ও গণতন্ত্র এক সাথে চলতে হবে। উন্নয়ন হবে গণতন্ত্র থাকবে না, এটা মানুষ চায় না। ডিজিটাল আইন করা হয়েছে, যা সাংবাদিকদের মুখ বেঁধে দেওয়া হয়েছে। এ আইন বাতিল করতে হবে।’

সভাপতির বক্তব্যে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, ‘আমরা সংলাপে যাব। সেখানে আমরা অবশ্যই খাব। আমরা ডাল-ভাত খেতে যাব। ১৭ রকম খাবার খাব না। ডাল, ভাত, মাছ খাব। লাল রুটি খাব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া