adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় লিগ – ঢাকার হয়ে শুভাগতর সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরের পঞ্চম রাউন্ডে সেঞ্চুরি করেছেন ঢাকা বিভাগের হয়ে খেলা শুভাগত হোম চৌধুরী। মঙ্গলবার ১০৬ রান করে আউট হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি শুভাগতর দশম সেঞ্চুরি। শুভাগর সেঞ্চুরি ও রনি তালুকদার এবং তাইবুর রহমান হাফ সেঞ্চুরির সুবাদে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ।

গতকাল সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে এই ম্যাচটি। ম্যাচের প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেটে ৫৯ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে ঢাকা মেট্রো। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা বিভাগের বোলারদের মধ্যে সালাউদ্দিন শাকিল চারটি, সুমন খান তিনটি ও মোশাররফ হোসেন রুবেল হোসেন একটি করে উইকেট শিকার করেন।

এরপর ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করে অলআউট হয়। দলের পক্ষে শুভাগত হোম ১০৬, রনি তালুকদার ৮৬, তাইবুর রহমান ৫৬ ও সাইফ হাসান ৪৯ রান করেন। ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে কাজী অনিক ২টি, শহীদুল ইসলাম ২টি, আরাফাত সানি ২টি ও সৈকত আলী ৪টি করে উইকেট শিকার করেন।

মঙ্গলবার ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দুই উইকেটে ৫৯ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে। দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে রয়েছে ঢাকা মেট্রো। যদি আবহাওয়া ভালো থাকে এবং ঢাকা বিভাগের বোলাররা নিজেদের মেলে ধরতে পারেন তাহলে ইনিংস ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে ঢাকা বিভাগ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া