adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সাজা বাতিল না হলে ‘নির্বাচনে অযোগ্য’

ডেস্ক রিপাের্ট : দুর্নীতির মামলায় সাজা বাতিল না হলে খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

যদিও দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা আগেই হারিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেয়া ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়ে মঙ্গলবার রায় দেন হাইকোর্ট।

এই রায়ের পর খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা – এমন প্রশ্নের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এখানে দুই রকম ব্যাখ্যা আছে। এক. সাজার কার্যকারিতা স্থগিত করা। আর দুই. সাজা বাতিল করা। এক্ষেত্রে আমার অভিমত হলো, সাজাপ্রাপ্ত কেউ যদি নির্বাচন করতে চান, তাহলে তার সাজাটা আদালতের মাধ্যমে বাতিল হতে হবে। আর সাজা স্থগিত থাকলে সাজাপ্রাপ্ত ব্যক্তি জেল থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

এই রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘সংবিধানের ৬৬(২) ডি অনুচ্ছেদ অনুসারে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য আগেই হয়ে গেছেন। এখন আর নতুন করে বলার কিছু নেই। কারণ আগেই এই মামলায় ওনার ৫ বছর সাজা হয়েছে। তাছাড়া উনি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন। সংবিধানে বলা আছে, ‘নৈতিক স্খলনের দায়ে কেউ যদি দুই বছর দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে এই সাজা শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’

মঙ্গলবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

এছাড়া এই মামলায় হাইকোর্টে আপিল করা অন্য দুই আসামিকে বিচারিক আদালতের দেয়া সাজাই বহাল রাখেন।

বিচারিত আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল খারিজ করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন-দুদকের করা রিভিশন বিবেচনায় নেন হাইকোর্ট।

রায় ঘোষণার সময় আদালতে খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের সাজা দেন। সেই সঙ্গে তার ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসাসির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়। এ রায়ের পরই আদালত থেকে কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে।

এরপর বিচারিক আদালতের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। একই সঙ্গে আপিল করেন এই মামলায় সাজাপ্রাপ্ত আসামি সালিমমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ।

আর বিচারিক আদালতের রায়ে খালেদাকে দেয়া সাজা বাড়াতে রিভিশন আবেদন করে দুদক। সাজা বহাল রাখার আবেদন করে রাষ্ট্রপক্ষও। এসব আপিলের শুনানি নিয়ে হাইকোর্ট রায় দিলেন।

গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের পর থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া।

তবে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া