adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্রীড়া সাংবাদিকের প্রত্যাশা – ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন কোহলি

স্পাের্টস ডেস্ক : বিরাট কোহলির বর্তমান বয়স ২৯। এ বয়সেই তার পায়ের তলায় লুটাচ্ছে ক্রিকেট বিশ্ব। একবার ভাবুন তো তিনি যদি আরো ৯ বছর খেলেন তাহলে কী হবে? নিশ্চয়ই ক্রিকেটের কোনো রেকর্ডই অক্ষুণ্ণ থাকবে না!

তেমনি প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিখ্যাত ক্রীড়া সাংবাদিক সৌম্যক অধিকারী। এখন ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসে কর্মরত তিনি। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৭ রানের হার না মানা ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০ রানের মাইলফলক ছুয়েছেন কোহলি। এরপরই তার ভব্যিষত নিয়ে বিশ্লেষণ দাঁড় করিয়েছেন এ সাংবাদিক।

সৌম্যক অধিকারী বলেন, ক্রীড়া সাংবাদিক হওয়ায় খুব কাছ থেকে দেখেছি কোহলিকে। বর্তমান যামানায় তার মতো ফিট খেলোয়াড় একজনও নেই। সে ফিট থাকতে প্রাণান্তকর চেষ্টা করে। সেই ধারাবাহিকতা থাকলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবে ও। আর খেললে ক্রিকেটের সব রেকর্ড ভেঙে ফেলবে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটের।

কোহলি এখন পর্যন্ত ২১৩ ওয়ানডেতে ২০৫ ইনিংসে প্রায় ৬০ গড়ে ১০ হাজার রান করেছেন। এটি দ্রুততম ১০ রানের এলিট ক্লাবে ঢোকার নজির। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন স্বদেশী ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

ইতিমধ্যে ৩৭ সেঞ্চুরি ও ৪৮ হাফসেঞ্চুরি করে ফেলেছেন ভারতীয় অধিনায়ক। স্বাভাবিকভাবেই ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি রান, শতক, ফিফটি, বেশি ম্যাচ ও সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড ঝুঁকিতে পড়ে গেছে। ৯ নয়, আর কয়েকটা বছর খেলতে পারলেই সেসব চুরমার করে ফেলবেন হালের ব্যাটিং ক্রেজ।

ভারতীয় এ গ্রন্থকার বলেন, ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করে কোহলি। এখন খাবারের পাতে শুধু রাখছেন শাকসবজি। সব ধরনের ফ্যাটযুক্ত খাবার পরিহার করেছেন। প্রত্যুষে জিমে ঘাম ঝরান, দৌড়ান। কোনো প্রকার অ্যালকোহল সেবন করেন না। ফিট থাকতে সব করছেন। এ পর্যায়ে ডানহাতি ব্যাটসম্যানের যে ফিটনেস সেই জেরেই আরো পাঁচ বছর খেলতে পারবে ও। তা ধরে রাখতে পারলে আরো ১০ বছর। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া