adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরাট কোহলি দ্রুততম ১০ হাজারি ক্লাবে

স্পোর্টস ডেস্ক : আবারও সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১০ হাজার রান করে ফেললেন তিনি। ১০ হাজারি ক্লাবে প্রবেশ করার সময় ছাড়িয়ে গেলেন সাবেক ভারতীয় গ্রেট শচিন টেন্ডুলকারকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৮১ রানের ইনিংস খেলেই একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রানে পৌঁছলেন কোহলি। ইনিংস শেষে ১৫৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

১০ হাজারে প্রবেশ করতে ২৫৯টি ম্যাচ খেলেছেন শচিন। সেখানে শচিনের চেয়ে ৫৪ ম্যাচ কম খেলেই এলিট ক্লাবে ঢুকে গেলেন বর্তমান ব্যাটিং গ্রেট কোহলি। ১০ হাজার রান করতে কোহলি খেলেছেন মাত্র ২০৫টি ইনিংস।

২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৭ বছর দ্রততম ১০ হাজার রানের মালিক ছিলেন শচিন টেন্ডুলকার। এবার শচিনকে সরিয়ে সেই জায়গা নিজের নাম লেখালেন বিরাট কোহলি।

বিরাটের আগে ১০ হাজারের মাইলস্টোনে পৌঁছেছেন যারা-

শচিন টেন্ডুলোর (২৫৯ ইনিংস) সাল-২০০১

সৌরভ গাঙ্গোপাধ্যায় (২৬৩ ইনিংস) সাল- ২০০৫

রিকি পন্টিং (২৬৬ ইনিংস) সাল- ২০০৭

জ্যাক ক্যালিস (২৭২ ইনিংস) সাল- ২০০৯

মহেন্দ্র সিং ধোনি (২৭৩ ইনিংস) সাল- ২০১৮

ব্রায়ান লারা (২৭৮ ইনিংস) সাল- ২০০৬

রাহুল দ্রাবিড় (২৮৭ ইনিংস) সাল- ২০০৬

তিলকরত্নে দিলসান (২৯৩) সাল- ২০১৫

কুমার সাঙ্গাকারা (২৯৬ ইনিংস) সাল- ২০১২

ইঞ্জামাম-উল-হক (২৯৯ ইনিংস) সাল- ২০০৪

সানাথ জয়সূর্য (৩২৮ ইনিংস) সাল- ২০০৬

মহেলা জয়াবর্ধনে (৩৩৩ ইনিংস) সাল- ২০১১

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া