adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিরপুরের উইকেট নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না : মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : স্বাগতিক হিসেবে প্রতিটি দলই বাড়তি সুবিধা পায়। তাদের চাওয়া অনুসারেই উইকেট তৈরি করা হয়। পছন্দের উইকেটে খেলা হলে ঘরের ছেলেরাই বেশি সুযোগ-সুবিধা পাবে সেটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, মিরপুরের উইকেট নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন।

আগামীকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তার আগে শনিবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে উইকেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘মিরপুরের উইকেট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। আমরা সবাই জানি মিরপুরের উইকেট ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ শুরু করে। আগে থেকে বলা খুবই কঠিন হবে।’

বাংলাদেশ দলের অভিজ্ঞ এই অধিনায়ক আরও বলেন, ‘প্রত্যাশা তো অবশ্যই করছি, সাধারণত মিরপুরের উইকেটে ২৫০-২৬০ রান হলে ম্যাচ ভাল হয়, আগে ব্যাট করা দলের জেতার সুযোগ বেশি থাকে। শুরুতেই যে স্লো বা টার্ন হবে, এমন আশা অবশ্যই করছি না। ভালো উইকেটে খেলতে চেয়েছি, এখন ভালো উইকেট হলেই হয়। কিন্তু মিরপুরের উইকেট তো, আগে থেকে অনুমান করা একটু কঠিন’

মিরপুরের উইকেট আনপ্রেডিকটেবল হলেও ক্রিকেটাররা তা মানিয়ে নিয়েছেন জানিয়ে মাশরাফি বলেন, ‘মিরপুরের উইকেট আনপ্রেডিকটেবল। হঠাৎ করেই আচরণ বদলে ফেলে। আপনারাও দেখেছেন হঠাৎ করে বল টার্ন করছে, নিচু হয়ে আসছে। তখন কিন্তু যারা ব্যাটিং করছে তাদেরও মাইন্ডসেট পরিবর্তন করতে হচ্ছে। বাইরে যারা থাকে তাদেরও মাইন্ডসেট পরিবর্তন করতে হয়। আমি ধন্যবাদ দিব আমাদের প্লেয়ারদের। উইকেট আনপ্রেডিকেটেবল হলেও আমরা অভ্যস্ত হয়েগেছি। কারণ বেশিরভাগ সিনিয়র প্লেয়ারই ১০ বছর যাবত এই উইকেটে খেলছে।’

মাশরাফি আরও বলেন, ‘আমরা ২০১৫ সাল থেকে এখানে জেতা শুরু করেছি তখন থেকে আমার বিশ্বাস এই মাঠে আমাদের রেকর্ড ভাল। আনলেস অর আনটিল মেন্টাললি কিছুটা দুর্বলতার কারণে আমরা হেরে গিয়েছি। এশিয়া কাপ ফাইনাল সেটাও বলতে পারেন। সেটা ছাড়া আমার মনে হয় এই উইকেটে আমার অ্যাডজাস্টমেন্ট একেবারে খারাপ হবে না।’

চট্টগ্রাম এবং মিরপুরের উইকেটের বেসিক পার্থক্য নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা এই পেসার বলেন, ‘চিটাগংয়ে যেটা হয় নরমালি আমরা জানি ব্যাটিং উইকেট হবে, ভাল উইকেট হয়। আপনি যদি স্লো না তৈরী করেন, টার্নিং উইকেট না তৈরী করেন ওটা ব্যাটিং সহায়ক হবে। আর মিরপুরের এই উইকেটটা একেবারে ওই রকম না। প্রথম ইনিংসের পরে অন্যরকম আচরণ শুরু করে। এজন্য বলছিলাম আনপ্রেডিকটেবল। তবে এখানে ২৫০-২৬০ করলে প্রতিপক্ষের জন্য কঠিন হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া