adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ তথ্যের ৫টি মিথ্যা: তারেক রহমানের রাজনৈতিক আশ্রয় বাতিল হচ্ছে

স্পাের্টস ডেস্ক : লন্ডনের রাজনৈতিক আশ্রয় লাভের জন্য তারেক জিয়া যে সাতটি তথ্য দিয়েছেন তার পাঁচটিই ভুল। ভুল তথ্য দেওয়া অভিযোগে বাংলাদেশ সরকার তাঁর ‘রাজনৈতিক আশ্রয়’ বাতিল করে তাঁকে দেশে ফেরত পাঠানোর আবেদন করেছে। এই আবেদন শুনানির জন্য লন্ডনে বাংলাদেশ দূতাবাস আগামী দু-একদিনের মধ্যে একজন আইনজীবীও নিয়োগ দেবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেছেন, ‘তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় তারেকের রাজনৈতিক আশ্রয় লাভ সম্পর্কিত কাগজপত্র হাতে পেয়েছে। এতে দেখা যাচ্ছে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় লাভের শর্ত হিসেবে সাতটি তথ্য দিয়েছেন। এগুলো হলো:

১. তারেক জিয়া একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। তাঁর এবং তাঁর দলের বিপুল জনপ্রিয়তা রয়েছে।

২. তারেক রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশে অবস্থান করলে তাঁর মৃত্যুর আশঙ্কা রয়েছে।

৩. ন্যায় বিচারের সব পথ তাঁর জন্য রুদ্ধ হয়ে গেছে। দেশের কোনো আদালতেই তাঁর ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই।

৪. তারেক জিয়া কখনোই কোনো সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত নন এবং সন্ত্রাসী কোনো সংগঠনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

৫. কোনোরকম হত্যাকাণ্ডের বা রাজনৈতিক সহিংসতার সঙ্গে তারেকের কোনো সম্পৃক্ততা নেই।

৬. জঙ্গিবাদ বা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর কোন সংশ্রব নেই। তিনি জঙ্গিবাদে বিশ্বাসী নন।

৭.তারেক জিয়া অগণতান্ত্রিক কোনো পন্থায় ক্ষমতা পরিবর্তনের বিশ্বাসী নন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, তারেক ব্রিটিশ দূতাবাসে যে সাতটি শর্ত দিয়েছেন, তা পর্যালোচনা করে দেখেছেন এর ৫টি অসত্য। এখন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর এর পক্ষে বাংলাদেশ সরকারের কাছে দালিলিক প্রমাণ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২ থেকে ৬ নম্বর তথ্যগুলো অসত্য। যুক্তরাজ্য সরকারের কাছে লেখা চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘তারেকের বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রতিহিংসা দেখানো হয়নি।

তাঁর দল বাংলাদেশে অবাধে রাজনীতি করছে।’ ন্যায় বিচারের সব পথ রুদ্ধ এই তথ্যটিও অসত্য বলে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং ন্যায়বিচার নিশ্চিত করেই রাষ্ট্র তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিচার করছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ই প্রমাণ করে তারেকের দেওয়া ৪,৫ ও ৬ নম্বর তথ্য অসত্য।

ঐ রায়ে তারেক সন্ত্রাসী হিসেবে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছেন। তাঁর পরিকল্পনা ও নির্দেশে ২১ আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আর ঐ হত্যাকাণ্ড সংগঠনে তারেককে সহযোগিতা করেছে অন্তত দু’টি জঙ্গি সংগঠন। বাংলাদেশ সরকার মনে করছেন, মিথ্যা তথ্য প্রদান প্রমাণিত হলেই তারেকের রাজনৈতিক আশ্রয় বাতিল হবে। – বাংলা ইনসাইডার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া