adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাডোনার বক্তব্যের পাল্টা জবাব দিল মেসির পরিবার

স্পোর্টস ডেস্ক : এই তো কিছুদিন আগে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে আচমকা সমালোচনা করে খবরের শিরোনাম হয়েছিলেন দেশটির আরেক কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ভাষ্য, একটা ম্যাচ শুরুর আগে ২০বার টয়লেটে যান মেসি। আর এমন একজনকে অধিনায়ক করাটা তার চোখে বোকামি। এখানেই থেমে থাকেননি ম্যারাডোনা, মেসির কাছ থেকে নেতৃত্ব নিয়ে অন্য কাউকে দেওয়া উচিৎ বলে পরামর্শ দেন তিনি।

সাবেক গুরুর এমন কথা অবশ্য ভালো লাগেনি বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা মেসির পরিবারের সদস্যদের। তাই তো মেসির কাজিন হিসেবে পরিচিত ম্যাক্সি বিয়ানকুচ্চি ম্যারাডোনার মন্তব্যকে একেবারে ধুয়ে দিয়েছেন। ৩৪ বছর বয়সী বিয়ানকুচ্চিকে ফুটবল বিশ্ব ‘এল প্রিমো দে মেসি’ নামেও চেনে। স্প্যানিশ ভাষার অর্থটি বাংলায় দাঁড়ায়, মেসির চাচাতো ভাই।

বিয়ানকুচ্চি বলেন, ‘মেসির কৃতিত্বকে স্বীকার না করা অজ্ঞতা। খুব দুঃখের কথা, নেতা হিসেবে নিজের কৃতিত্বের কথা সগর্বে বলে বেড়ানো এমন একজন আর এক ফুটবলারকে নিয়ে এত খারাপ কথা বলতে পারলেন। উনি মন্তব্যটা এমন এক জনকে নিয়ে করেছেন, যে এখন সেরা ফুটবলার, হয়তো দীর্ঘদিন সেরা থাকবেও।

তিনি আরও বলেন, আর উনি এমন একটা সময় মন্তব্যটা করলেন, যখন সত্যিই দেশকে ভালবাসলে তার জাতীয় দলকে উঠে দাঁড়াতে সাহায্য করা উচিৎ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া