adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানসিটির তিনগুণ পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক : প্রতিবারই দলবদলের মৌসুম শুরু হলে বাতাসে গুঞ্জন ভেসে বেড়াতে থাকে, ক্লাব ছাড়তে পারেন লিওনেল মেসি। তাকে কেনার জন্য প্রস্তুত ইউরোপের অনেক নামি-দামি ক্লাব। এমনকি গত মৌসুমে তো অনেকটা নিশ্চিত খবরই পাওয়া গিয়েছিল, মেসি বার্সেলোনা ছেড়ে দিতে পারেন এবং তাকে কেনার জন্য হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রস্তুত রয়েছে ম্যানসিটি, পিএসজি, চেলসি কিংবা বায়ার্ন মিউনিখ। এমনকি বার্সেলোনার চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিকের প্রস্তুাবও দেয়া হয়েছিল তাকে। কিন্তু দলবদলের মৌসুম শেষ হয়ে যায়, মেসি থেকে যান বার্সেলোনাতেই।

যদিও সব গুঞ্জন যে সত্যি সত্যি ‘গুঞ্জন’ নয়, তার মধ্যে বাস্তবতার লেশমাত্রও থাকে, সেটা এবার জানা গেলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটির মালিকের সরল স্বীকারোক্তিতে। আরবীয় পেট্রোডলারে পরিপুষ্ট ম্যানসিটির মালিক খালদুন আল মোবারক হঠাৎই প্রকাশ করলেন, তিনি লিওনেল মেসিকে অন্তত তিনবার চেষ্টা করেছেন কেনার জন্য। এমনকি বার্সেলোনায় মেসি যে পারিশ্রমিক পান, তার চেয়ে তিনগুণ বেশি পারিশ্রমিক দেয়া হবে। কিন্তু বোঝাই যাচ্ছেন খালদুন আল মোবারক কোনো চেষ্টাতেই সফল হতে পারেননি। ম্যানসিটির তিনগুণ পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছিলেন মেসি।

দীর্ঘদিন বার্সার সঙ্গে মেসির নতুন চুক্তির বিষয়টি ঝুলেছিল। যে কারণে গুঞ্জন বেশি ডালপালা মেলার সুযোগ পেয়ে গিয়েছিল। তবে গত বছর নভেম্বর থেকে চলতি বছর জানুয়ারির মধ্যেই মেসির সঙ্গে নতুন চুক্তি করে বার্সা। যে চুক্তিটা হয়, ২০২১ সাল পর্যন্ত। সরাসরি কোনো তথ্য মেসি কিংবা বার্সা ক্লাবের পক্ষ থেকে জানা না গেলেও বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, বছরে ৫০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক মেসির। তবে বিভিন্ন বোনাস এবং সাইনিং বোনাসসহ সেই পরিমাণটা দাঁড়াচ্ছে বছরে অন্তত ১০০ মিলিয়ন ইউরো।

ম্যানচেস্টার সিটি কি তবে মেসিকে বছরে ১৫০ মিলিয়ন ইউরো নাকি ৩০০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল, সেটা অবশ্য জানা যায়নি। তবে, এটা ঠিক, মেসি যদি রাাজিও হতেন ম্যানসিটিতে যাওয়ার জন্য, তাহলে তার বাই আউট ক্লজ (রিলিজ ক্লজ) ৭০০ মিলিয়ন ইউরো- পুরোটাই বার্সাকে পরিশোধ করতে হতো ম্যানসিটিকে। ক্লাবটির মালিকের দাবি অনুযায়ী, এই ৭০০ মিলিয়ন ইউরোও হয়তো দিতে প্রস্তুত ছিল তারা। যদি তাই হতো, তাহলে মেসিই হতেন ইতিহাসে রেকর্ড সুষ্টিকারী এমন এক ফুটবলার, যার আশে-পাশেও কেউ যেতে পারতেন না। -ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া