adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমার বাসা কি রাজনৈতিক বৈঠকখানা?

ডেস্ক রিপাের্ট : গতকাল বৃহস্পতিবার ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্যের যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই বৈঠকের আমন্ত্রণ কে জানিয়েছিল এ নিয়ে প্রশ্ন উঠেছে। ড. কামাল হোসেন বলেছেন, ‘আমার বাসায় বৈঠক। আমিতো দাওয়াত দেইনি। কে দাওয়াত দিল!’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত ৮ অক্টোবর উত্তরার বাসায় জাতীয় ঐক্যের বৈঠক হয়েছিল। তখনই গতকালের বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ড. কামাল হোসেনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছিল কি হয়নি সেটা জানা যায়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেএসডির সভাপতি যুক্তফ্রন্টের নেতা আসম আব্দুর রব বলেন,‘ ঐ বৈঠকে ড. কামাল হোসেনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাকেই বলা হয়েছিল ড. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য।’ জানা গেছে ওই বৈঠকে মোস্তফা মহসিন মন্টু উপস্থিত ছিলেন।

ঘনিষ্ঠসূত্রগুলো বলছে, মোস্তফা মহসিন মন্টু জানিয়েছিলে ড. কামাল হোসেনকে। সম্ভবত ড. কামাল হোসেন তা ভুলে গেছেন। অন্য আরেকটি সূত্র বলছে ওই দিন ড. কামাল হোসেনের মার্কিন দূতাবাসের দুজন কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক ছিল। তিনি এজন্যই ওই বৈঠকটা বাতিল করেছে। তবে ড. কামাল হোসেন যখন জানতে পারেন তার বাসায় সন্ধ্যায় বৈঠক। তখন তিনি ক্ষুদ্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমার বাসা কি রাজনৈতিক বৈঠকখানা? এখানে যখন তখন যার ইচ্ছে বৈঠক করবে? আমার বাসার দাওয়াত আমি দিলাম না কে দিলো?’

তিনি আরও বলেন, ‘আমি এই বৈঠকে কাউকে ঢুকতে দিবো না। আমি কাউকে বাসায় আমন্ত্রন জানাইনি।’ এই কথা বলে বৈঠক বাতিল করা হয় বলে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া