adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানের পাহাড়ে ভারত-ব্যাটিংয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

স্পাের্টস ডেস্ক : পৃথ্বী শ ও বিরাট কোহলির পর দুরন্ত সেঞ্চুরি রবীন্দ্র জাদেজার৷ মূলত তিন জনের শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ল ভারত৷ প্রথম দিনের ৪ উইকেটে ৩৬৪ রানের পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ৯ উইকেটে ৬৪৯ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে টিম ইন্ডিয়া৷

আগের দিন টেস্ট ক্যাপ হাতে নিয়েই শতরান করেন পৃথ্বী৷ দ্বিতীয় দিনের লাঞ্চের আগে ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট৷ চায়ের বিরতির ঠিক আগে ঘরের মাঠে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লাঞ্চের কিছুক্ষণ আগে ব্যাট করতে নামা জাদেজা৷

পৃথ্বীর সঙ্গে জুটি বেঁধে প্রথম দিনেই হাফসেঞ্চুরি করেন পূজারা৷ কার্যকরী যোগদান রাখেন অজিঙ্কা রাহানেও৷ দ্বিতীয় দিনে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ঋষভ পন্থ৷ ৯২ রানে সাজঘরে ফেরেন তিনি।

প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট ও ঋষভ দ্বিতীয় দিনের শুরু থেকে সাবলীলভাবে রান তুলতে থাকেন৷ ১৮৪ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট৷ ২৩০ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১৩৯ রান করে লুইসের বলে দেবেন্দ্র বিশুর হাতে ধরা পড়েন কোহলি৷

পৃথ্বী শ ও বিরাট কোহলির দেখানো পথে যথাযথ এগচ্ছিলেন ঋষভ পন্থ৷ তবে নার্ভাস ৯০’র ঘরে ঢুকেও নিজের আগ্রাসী মেজাজে রাশ টানতে না পারায় নিশ্চিত শতরান হাতছাড়া হয় তরুণ ভারতীয় উইকেটকিপারের৷ বরং বলা ভালো বাড়তি আক্রমণাত্মক হতে গিয়েই সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় ঋষভকে৷

মধ্যাহ্নভোজের বিরতির কিছুক্ষণ আগে দেবেন্দ্র বিশুকে তুলে মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন পন্ত৷ কীমো পলের হাতে ধরা পড়ার আগে ৮৪ বলে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি৷ মারেন ৮টি চার ও ৪টি ছয়৷ অথচ একটু ধৈর্য্য দেখাতে পারলে টেস্টে উপর্যুপরি দ্বিতীয় সেঞ্চুরি করতে পারতেন ঋষভ৷ ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টেও শতরান করেছিলেন তিনি৷

দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর টেল এন্ডারদের নিয়ে লড়াই জারি রাখেন রবীন্দ্র জাদেজা৷ অশ্বিন ৭ ও কুলদীপ ১২ রান করে আউট হন৷ উমেশ যাদবকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি দলকে ৬০০ গণ্ডি পার করান জাদেজা৷ পরে শামির সঙ্গে জুটি বেঁধে পৌঁছে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরানে৷ জাদেজা সেঞ্চুরি করার পরেই ভারত ইনিংস ডিক্লেয়ার করে দেয়৷ তিনি অপরাজিত থাকেন ১০০ রানে৷ ১৩২ বলের ইনিংসে জাদেজা ৫টি চার ও ৫টি ছক্কা মারেন৷ শামি নটআউট থাকেন ২ রানে৷

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪টি উইকেট নেন বিশু৷ দু’টি উইকেট নিয়েছেন নবাগত লুইস৷ একটি করে উইকেট গ্যাব্রিয়েল, চেস ও ব্রাথওয়েটের৷

ইনিংসের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় শতরানের আগেই তারা হারিয়ে ফেলেছে ৬ উইকেট। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৯২ রান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া