adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে ভালােবাসা রিয়ালে পাননি, তা জুভেন্টাসে পেলেন রোনালদো

স্পের্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ দীর্ঘ ৯ বছরে যে ভালোবাসা কখনো দেখায়নি, জুভেন্টাস শুরুতেই সেই ভালোবাসা দেখাল ক্রিস্তিয়ানো রোনালদোকে। ব্যক্তিগত বিষয় বলে রোনালদোকে বিতর্কের মধ্যে একা ছেড়ে দেয়নি জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টরা বরং বিতর্কের সময়টায় দাঁড়িয়েছে রোনালদোর পাশে। রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, ব্যক্তিগত বিতর্ক ভেবে জুভেন্টাস চাইলে পাশ কাটিয়ে যেতে পারত। কিন্তু তা না করে তুরিনোর ওল্ড লেডি’রা পর্তুগিজ তারকার পাশে দাঁড়িয়েছে। জানিয়েছে পূর্ণ সমর্থন।

ধর্ষণের অভিযোগটা পুরোনো। সেই ২০০৯ সালের। যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথরিন মায়োরগা তখনই পুলিশকে অভিযোগ করেছিলেন, রোনালদো তাকে ধর্ষণ করেছেন! লঅস ভেগাসের এক হোটেলে নাকি তাকে ধর্ষণ করেন পর্তুগিজ সুপারস্টার। তখন অবশ্য ওই বিতর্কিত নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কারণ পরের বছরই নাকি টাকার বিনিময়ে ব্যাপারটা সমঝোতা করে ফেলেন রোনালদো।

৮ বছর আগে মিটে যাওয়া সেই অভিযোগটিই নতুন করে তুলেছেন মায়োরগা। গত বছর যৌন হয়রানি নিয়ে ‘হ্যাশটাগ মি টু’ আন্দোলন শুরু হয়েছে। এরপরই নাকি মায়োরগা বিষয়টি নিয়ে মুখ করার সাহস ফিরে পান। তার আইনজীবীরাও মক্কেলের মানসিক অবস্থা বিবেচনা করে আগের সেই গোপন সমঝোতার চুক্তিটি বাতিল বলে দাবি করে নতুন করে তদন্তের দাবি জানিয়েছে! অভিযোগ পেয়ে লাস ভেগাস পুলিশও এরই মধ্যে নতুন করে তদন্তে নেমে পড়েছে।

রোনালদো অবশ্য অভিযোগটিকে ‘মিথ্যা, বানোয়াট’ বলে অস্বীকার করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ আমি সম্পূর্ণরূপে অস্বীকার করছি। ধর্ষণ একটি জঘণ্য অপরাধ। আমার বিশ্বাস ও অবস্থানের সঙ্গে এটি কিছুতেই যায় না। আমার বিবেক পরিস্কার। আমি তাই ভয় পাই না। এমনকি তদন্ত নিয়েও না।’ এতোদিন পর অভিযোগ তোলা হলো কেন, সেই প্রশ্নও তুলেছেন রোনালদো।

পরে জুভেন্টাসও এক টুইট বার্তায় রোনালদোর প্রতি নিজেদের অবস্থান-সমর্থন জানিয়ে দিয়েছে, ‘ক্রিস্তিয়ানো রোনালদো গত কয় মাসে যে পেশাদারি ও নিবেদন দেখিয়েছে, তা অসাধারণ। জুভেন্টাসের সবাই এর প্রশংসা করে। ১০ বছর আগে যে ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, তাতে তার সম্পর্কে ক্লাবের ধারণা বদলাচ্ছে না। এই চ্যাম্পিয়নের সংস্পর্শে যেই এসেছেন, সেই এর (জুভেন্টাসের ধারণা) সঙ্গে একমত হবেন।’

নিজের বিতর্কে ক্লাবকে পাশে পেয়ে রোনালদো নিশ্চয় খুব খুশি! নিশ্চয় খুব করে মনে পড়ছে বিতর্কিত বিষয়ে রিয়ালের সুকৌশলে এড়িয়ে যাওয়ার বিষয়টি। রিয়ালে থাকাকালে কর ফাঁকির অভিযোগের মামলায় কি ঝামেলাটাই না পোহাতে হয়েছে রোনালদোকে! ফুটবল অনুশীলন ছেড়ে বারবারই ছুটে যেতে হয়েছে আদালতে। কিন্তু বছরের পর বছর ধরে এই ঝামেলা পোহালেও কখনই ক্লাব রিয়ালকে পাশে পাননি রোনালদো। রিয়াল কর্তারা বরং আশ্চার্যরকম নিরবতা দেখিয়ে একার লড়াইয়ে রোনালদোকে একাই ছেড়ে দিয়েছে।

বিপদের সময় পাশে না দাঁড়ানো বা সহায়তা না করায় রিয়াল কর্তাদের সঙ্গে দূরত্বও সৃষ্টি হয় রোনালদোর। খুবই কষ্ট পান তিনি। তার কষ্ট পাওয়ার কারণটাও যুক্তিসংগতই। কারণ, রিয়ালে খেলার সময়েই রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনে স্প্যানিশ কর কর্তৃপক্ষ। রোনালদো যে রিয়াল ছেড়েছেন, তার পেছনে এটাও অন্যতম কারণ। কিন্তু জুভেন্টাস ৯ বছর আগের এক বিতর্কেও দাঁড়াল রোনালদোর পাশে। যে বিতর্কের সঙ্গে জুভেন্টাসের কোনোরকম সম্পর্কই নেই। তবু তুরিনের ক্লাবটি রোনালদোকে সমর্থন জানাল স্রেফ ভালোবাসার টানে! দু’হাত ভরে দেওয়ার পরও রোনালদোকে যে ভালোবাসা রিয়াল দেখায়নি কখনো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া