adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবির প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি- ৮ লাখ টাকার মালামাল নেই

স্পাের্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরি হয়েছে।

এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন নান্নু। চুরির খবর পেয়ে রোববার সকালে তিনি দেশে ফেরেন।

মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় নবোদয় হাউজিংয়ের বি ব্লকের একটি বাড়ির ২য় তলার ফ্লাটের মালিক বিসিবি কর্মকর্তা নান্নু। পরিবারসহ গেল ক’দিন ধরেই দুবাইয়ে অবস্থান করছেন তিনি।

শনিবার রাত ৯টার দিকে নান্নুর বাসা দেখভাল করতে যান তার বোন ও ভাগিনা। তারা বাইরে থেকে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সবকিছু ওলটপালট অবস্থায় দেখতে পান।

নান্নুর ভাগিনা তানজিম তাহের সাংবাদিকদের বলেন, আমরা যখন বাসায় ঢুকি সব ওলটপালট অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি। বাসা ফাঁকা পাওয়ার সুযোগ নিয়ে ড্রয়িং রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকেছিল দুর্বৃত্তরা। এটা খুব অল্প সময়ে হয়নি, সময় নিয়ে করা হয়েছে। তারা ধারালো তিনটা অস্ত্র বাসায় ফেলে রেখে গেছে। প্রতিটা রুমের দরজা ভাঙার চেষ্টা করেছে।

চুরির খবর পেয়ে দেশে ফেরার পর নান্নু সাংবাদিকদের বলেন, খবরটা শুনে আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি, সবকিছু নিয়ে গেছে। বাসার সবকিছু ওলটপালট। ঘরে কোনো জিনিস রাখে নাই; টাকা-পয়সা, অলংকার যা ছিল সবই নিয়ে গেছে। কি পরিমাণ জিনিস চুরি হয়েছে তার হিসেব এখনো করিনি, তাই সঠিক সংখ্যাটা এখনও জানি না। তালিকা করছি। তবে কমপক্ষে সাত থেকে আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে তার তালিকা আমরা এখনো হাতে পাইনি। তালিকাটি হাতে পাওয়ার পরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া