adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফাইনাল স্কোর’ নিয়ে ঢাকায় পিয়ার্স ব্রসনান

বিনোদন ডেস্ক : পিয়ার্স ব্রসনানের কথা বলতেই সামনে চলে আসে জেমস বন্ড। জনপ্রিয় এই আইরিশ অভিনেতা ১৯৯৫ থেকে ২০০২ পযর্ন্ত জেমস বন্ড সিরিজের চারটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করেছিলেন।

‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ এবং ‘ডাই অ্যানাদার ডে’ ছবিগুলো যারা দেখেছেন তাদেরকে নতুন করে ব্রসনানের সাথে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন পড়ে না। চারটি ছবিই বক্স অফিস মাত করেছিলো। আর এই সাফল্যের মূল নায়ক ছিলেন পিয়ার্স ব্রসনান। হার্টথ্রব ইমেজ, দুর্দান্ত অ্যাকশন মিলিয়ে যে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন তিনি, তাতে দর্শকের মানসপটে চিরস্থায়ী হয়ে গেছেন।

জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করা অন্যতম সেরা একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। বন্ড সিরিজ থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। তবে হলিউড থেকে সরে যাননি। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। সবশেষ তাকে দেখা গেছে গত জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত ‘মাম্মা মিয়া’ ছবিতে। দুই মাস না পেরোতেই নতুন ছবি নিয়ে আবার দর্শকদের সামনে এলেন তিনি। এবারের ছবির নাম ‘ফাইনাল স্কোর’।

স্কট ম্যান পরিচালিত অ্যাকশনধর্মী এ ছবি মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। ছবিতে ব্রসনান ছাড়াও আছেন প্রাক্তন রেসলিং তারকা ডেভ বাতিস্তা। আন্তর্জাতিক ভাবে ছবিটি দুই সপ্তাহ আগে মুক্তি পেলেও বাংলাদেশের ব্রসনান ভক্তরা ২১ সেপ্টেম্বর থেকে ঢাকায় স্টার সিনেপ্লেক্সে দেখতে পারছেন ছবিটি।

ছবিতে দেখা যাবে, মাঠে ফুটবল খেলা চলাকালীন জঙ্গিরা স্টেডিয়াম আক্রমণ করে। গ্যালারিতে থাকা ৩৫ হাজার দর্শকের প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ আসে প্রাক্তন সেনা সদস্য মাইকেল নক্সের সামনে। তিনি কি পারবেন এই চ্যালেঞ্জ উৎরে যেতে! শ্বাসরুদ্ধকর এক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় ছবির কাহিনী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া