adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাইলফলক গড়তে মুশফিকের আজ ২৮ রান দরকার

নিজস্ব প্রতিবেদক : মরুর বুকে এশিয়া কাপে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার ওয়ানডে রান ছোঁয়ার অপেক্ষায় তিনি। মি. ডিপেন্ডেবলের দরকার আর মাত্র ২৮ রান।

শুক্রবার দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচেই মাইলফলক ছুঁয়ে ফেলায় চোখ থাকবে দারুণ ফর্মে থাকা এ ডানহাতি ব্যাটসম্যানের। বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচ।

প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। পরে ছাড়িয়ে যান ৬ হাজারও। এ বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ১৮৩ ম্যাচে ১৮১ ইনিংসে করেছেন ৬৩০৭ রান। ১৯০ ম্যাচ খেলা সাকিব আল হাসান ১৭৯ ইনিংসে করেছেন ৫৪৬৫ রান।

তামিম ও সাকিবের পর এবার মুশফিক পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। ১৮৮ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে মিডলঅর্ডারে বাংলাদেশের ব্যাটিং ভরসা করেছেন ৪৯৭২ রান।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে ১৪৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন মুশফিক। পাঁজরে চোট থাকায় বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়।

ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ফেরার কথা মুশফিকের। ভারত ম্যাচকেই মাইলফলক স্পর্শের মঞ্চ বানাতে পারেন কিনা সেটিই এখন দেখার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া