adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোর

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কাকে বিদায় ঘটিয়ে এশিয়া কাপের সুপার ফোর প্রথম ম্যাচেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ও আফগানিস্তান। তবে আসরের নিয়ম রক্ষা করতে গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার আবুধাবির মাঠে মুখোমুখি হয়েছিল দল দুটি। নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রানের পুঁজি দাঁড় করায়। ২৫৬ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।

শুরুতে যে আফগানিস্তানকে দেখে মনে হয়েছিল ২০০ রানের কোটা পার হতে পারবে না, শেষ পর্যন্ত ঐ আফগানিস্তানের রানকে ২৫০ পার করেন মূূলত রশিদ খান ও গুলবেদিন নায়েব। সাকিব-রনি যেখানে আফগানদের ১৬০ রানে ৭ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিল। সেখান থেকে রশিদ ও নায়েব ৯৫ রানের অনবদ্য জুটি আসগরদের নিয়ে যায় আড়াইশ’র কোটায়। মাত্র ৫৫ বল খেলে এই জুটি বিশাল এই রান সংগ্রহ করেন। আর তাদের জুটিকে কোনোভাবেই পরাস্ত করতে পারেনি টাইগার বোলাররা। বরং তাদের রীতিমত তুলোধুনা করে।

সাকিব তার কোটার ১০ ওভারে ১ মেডেন নিয়ে শিকার করেন ৪টি উইকেট। রনি ২টি এবং রুবেল হোসেন নেন একটি। অভিষেকের প্রথম ওভারেই এহসানুল্লাহকে ফিরিয়ে দিয়ে সাফল্যের খাতা লেখা শুরু করেন রনি। দেরি করেননি দ্বিতীয় সাফল্য লিখতেও। ব্যক্তিগত তৃতীয় ওভারে দৃষ্টিনন্দন বলে সরাসরি বোল্ড করেন রহমত শাহকে। আফগানিস্তানের পক্ষে অর্ধশতক করেন হাসমতউল্লাহ ও রশিদ খান। রশিদ খান ৩২ বলে খেলেন ৫৭ রানের ইনিংস এবং তার সঙ্গী নায়েব ৩৮ বলে করেন ৪২।

সুপার ফোরের পর্ব নিশ্চিত হওয়ায় মাশরাফি কাল মুশফিক ও মোস্তাফিজকে মাঠে নামাননি। আর হাতে ব্যান্ডেজ নিয়ে তো আগেই দেশে ফিরেছেন তামিম ইকবাল। তিন পরিবর্তন নিয়ে আফগানদের মোকাবেলা করতে যেয়ে অভিষেক ঘটাতে হয়েছে দুই টাইগারের। যার মধ্যে একজন আগে টি-টোয়েন্টি খেলেছেন। একজন অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার নাজমুল হাসান শান্ত অন্যজন বাহাতি পেসার আবু হায়দার রনি। আর মুশফিকের বদলে মাঠে ছিলেন মুমিনুল হক। দেশের ১২৬ ও ১২৭তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটের ক্যাপ পরলো রনি ও শান্ত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া