adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের অবমাননা করায় পাক ক্রিকেটারকে তুলোধনা করলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : ভারতের জয় কিংবা পাকিস্তানের হার নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। তবে তার চিন্তা বাড়িয়েছে বর্তমান সময়ের ক্রিকেটারদের আচার-আচরণ এবং ‘বডি ল্যাঙ্গুয়েজ’। পেশাদার ক্রিকেটাররা যেভাবে ‘ক্রিকেটীয় সংস্কৃতি’র পরিবর্তন ঘটাচ্ছেন, তা একেবারেই ভাল চোখে দেখছেন না বিশ্ববরেণ্য ক্রিকেটার সুনীল গাভাস্কার। আর এই বিষয়ে কোনও রাখঢাক না রেখেই নিজের মতামত ব্যক্ত করেতেও পিছপা হননি তিনি।

এশিয়া কাপে ভারত পাক ম্যাচে এই কিংবদন্তি ক্রিকেটারের ‘চক্ষুশূল’ হলেন দুই ক্রিকেটার। একজন পাকিস্তানের ওপেনার ফকর জামান এবং অন্যজন দীনেশ কার্তিক।

দুবাইয়ের ম্যাচে টুপি উল্টো করে পড়ে বোলিং করেছেন ফকর। পাক তারকার এই আচরণ একেবারেই পছন্দ হয়নি সুনীল গাভাস্কারের। ধারাভাষ্য দেওয়ার সময় এই দৃশ্য দেখে একপ্রকার চটেই যান তিনি। তিনি বলেন, অধিনায়কের ওকে (ফকর জামান) বলা উচিত, এটা জাতীয় দলের টুপি। এটাকে নিষ্ঠার সঙ্গে পড়া উচিত। তুমি চাইলে পিএসএল-এ (পাকিস্তান ক্রিকেট লিগ) এমন করতে পারো, কিন্তু মাথায় রাখা উচিত এটা জাতীয় দল।

এরপরই নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে গাভাস্কার বলেন, ছোটবেলায় ক্রিকেটীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পাঠ তিনি শিখেছেন ‘মার্শালে’র কাছ থেকে। দাদর ইউনিয়ন ক্লাবে ক্রিকেট খেলার সময় তার মেন্টর তাকে বলেছিলেন, ক্রিকেটার না হলেও অন্তত তাদের মতো পোশাক পড়ার চেষ্টা কর।

এরপর দীনেশ কার্তিকের জার্সিতে লেখা তার ডাক নাম নিয়েও নিজের ক্ষোভ ব্যক্ত করতে শোনা যায় এই কিংবদন্তিকে। ৬৯ বছরের বর্ষীয়ান এই ক্রিকেটার ভারতীয় তারকার জার্সিতে ‘ডিকে’ লেখা প্রসঙ্গে বলেন, ডিকে তার ডাক নাম হতেই পারে। তবে জার্সির নাম আর নম্বর দিয়েই একজন ক্রিকেটার পরিচিতি পায়। ফলে, এ ক্ষেত্রে ডাকনাম ব্যবহারে ঘোর আপত্তি গাভাস্কারের। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া