adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দশম সপ্তাহেও প্রেক্ষাগৃহে ‘ভাইজান’-এর দাপট

বিনোদন ডেস্ক : গত ২৭ জুলাই মুক্তি পেয়েছিল কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত এই ছবিটি বিনিময়ের মাধ্যমে সেসময় মুক্তি পেয়েছিল ১০৯ সিনেমা হলে।

মুক্তির প্রথম দিনে ছবিটি বৈরী আবহাওয়ার মুখে পড়েছিল। তবে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও ‘ভাইজান এলো রে’ দেখতে দর্শক হলে গিয়েছিলেন। আরও সুখবর হচ্ছে, মুক্তির দশম সপ্তাহেও ভালো চলছে ‘ভাইজান এলো রে’।

বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিয়েছে এন ইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির পক্ষে নির্মাতা অনন্য মামুন ছবির সবকিছু দেখভাল করেন। তিনি জানান, দশম সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে ‘ভাইজান এলো রে’।

চলতি সপ্তাহে দেশের ২৬ সিনেমা হলে চলছে ‘ভাইজান এলো রে’-জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। আরও জানান, আগামী সপ্তাহেও অনেকগুলো সিনেমা হলে চলবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার শ্যামলী ও বিজিবি সিনেমা হলে চলছে ‘ভাইজান এলো রে’। শ্যামলী সিনেমা হলের ম্যানেজার আহসানউল্লাহ্‌ চ্যানেল আই অনলাইনকে বলেন, চলতি সপ্তাহেও ৬৫ শতাংশ দর্শক দেখছেন ‘ভাইজান এলো রে’। অন্য ছবির দর্শকদের এত উপস্থিতি খুব কম দেখা যায়।

তিনি জানান, মুক্তির পর আগেও একবার ‘ভাইজান এলো রে’ প্রদর্শিত হয়েছিল। সেবার আরও ভালো চলেছিল। মান সম্পন্ন নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ছবি নির্মাণের চেয়ে হানাহানি বেশি হচ্ছে। বাধ্য হয়েই পুরাতন ছবি ‘ভাইজান এলো রে’ চালাতে হচ্ছে। তারপরেও দর্শক ছবিটা দেখতে আসতে।

এদিকে চাঁদপুর জেলার মতলব কাজলী সিনেমা হলের মালিক আবুল কালাম খোকন জানান, চলতি সপ্তাহে সেখানে প্রদর্শিত হচ্ছে ‘ভাইজান এলো রে’। তিনি দাবি করেছেন, কলকাতার যতগুলো ছবি গত কয়েক বছর তার হলে চালিয়েছেন, এর মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা করেছেন ‘ভাইজান এলো রে’ ছবি দিয়ে।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাগর সিনেমা হলেও চলছে ‘ভাইজান এলো রে’। হলটি নিয়ন্ত্রণ করেন চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়া দিপু। তিনি বলেন, গত সপ্তাহ থেকে সাগর সিনেমা হলে চলছে ‘ভাইজান এলো রে’। এ সপ্তাহেও চলছে।

চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতির সঙ্গে আলাপ করে জানা যায়, মুক্তির এতদিন পরেও দর্শকের উপস্থিত ভালো। মানুষ দেখছে। পাশাপাশি মফস্বল শহরের হলগুলোতেও মুক্তির দশম সপ্তাহেও বেশ ভালো চলছে ‘ভাইজান এলো রে’।

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই ‘সুপার হিরো’ শাকিব খান। আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, প্রযোজনা করেছে এসকে মুভিজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া