adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০০ মিলিয়ন ডলার সহায়তা নয়, যুক্তরাষ্ট্রের কাছে পাওনা ছিল

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবিরোধী যুদ্ধে সাহায্যের জন্য পাকিস্তানকে দেয়া যুক্তরাষ্ট্রের তিনশ’ মিলিয়ন ডলার সহায়তা বন্ধ করার পর এক প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ওই টাকা তাদের পাওনা ছিল, সহায়তা নয়।

জানুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক ক্রমেই আরও খারাপ হচ্ছে। আফগান তালেবানসহ বিভিন্ন জঙ্গি দলের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান যথার্থ ভূমিকা রাখছে না এই অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ১১০ কোটি ডলার সহায়তা বাতিল করায় এই পরিস্থিতির সূচনা হয়।

পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের দেশের মাটিতে সক্রিয় সব সশস্ত্র দলের বিরুদ্ধে তারা সমানভাবে সামরিক অভিযান চালিয়েছে।

রোববার পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোন ফকনার জানান, যুক্তরাষ্ট্র অবশেষে কোয়ালিশন সাপোর্ট ফান্ডের (সিএসএফ) তিনশ’ মিলিয়ন (৩০ কোটি) ডলার বাতিল করছে। ওই ফান্ডও জানুয়ারি মাসে বাতিল করা ১১০ কোটি ডলার সহায়তার অংশ।

এরপর রোববার সন্ধ্যায় পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘ওই ৩০০ মিলিয়ন ডলার কোনো সাহায্য বা সহায়তা ছিল না। এটা সিএসএফে আমাদের পাওনা অংশ। পাইস্তান ইতিমধ্যেই নিজস্ব সম্বল থেকে যে টাকা খরচ করেছে তার যুক্তরাষ্ট্র টাই আমাদের ফিরিয়ে দিচ্ছিল।’

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সেনাবাহিনী প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড ইসলামাবাদ সফরে যাবেন।

কুরেশি বলেন, বর্তমানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় কোনো সম্পর্কই নেই, কিন্তু পম্পেওর সফরের পর এই অবস্থা বদলে যাবে বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর একটা সুযোগ এবং এটা একটা নতুন সূচনা হতে পারে। আমরা পারস্পরিক স্বার্থের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করব। এই অঞ্চল ও পৃথিবীকে সন্ত্রাসবাদ মুক্ত করা আমাদের উভয়েরই লক্ষ্য।’

‘আমরা তাদের দৃষ্টিভঙ্গি শুনে আমাদের অবস্থান জানাবো,’ যোগ করেন তিনি।

পম্পেও ও ডানফোর্ড পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার, ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন সশস্ত্র দলের বিরুদ্ধে লড়াই চালানোর খরচ হিসেবে পাকিস্তান গত এক দশকেরও বেশি সময় ধরে সিএসএফ থেকে সাহায্য পেয়ে আসছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া