adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

`আমাদের পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দিন, ইমরান খানের জন্য সারা জীবন পাগল থাকবাে’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে বাংলাদেশের মতো গড়ে তুলতে দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আকুতি জানিয়েছেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক জায়গাম খান।

পাকিস্তানকে সুইডেন মডেলে গড়ে তোলা হবে, ইমরান খানেরে এমন ঘোষণার প্রেক্ষিতে শনিবার দেশটির ক্যাপিটাল টিভির টকশোতে অংশ নিয়ে জায়গাম খানে এ আহ্বান জানান।

পাকিস্তানের থেকে বের হয়ে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন দুই দেশের অর্থনৈতিক পরিস্থিতির কোনো তুলনাই হতো না। এমনিতে পিছিয়ে থাকা বাংলাদেশকে নয় মাসের যুদ্ধে একেবারে বিধ্বস্ত করে তুলেছিল। কিন্তু অমিত শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ এখন পাকিস্তানের কাছে অর্থনৈতিক উন্নয়নের আদর্শ হয়ে উঠছে।

গড় আয়ু, মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয়, জিডিপির প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিস্তার, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন সূচকে পাকিস্তানকে এক দশক আগেই পেছনে ফেলেছে বাংলাদেশ। আর বছর-বছর এই পার্থক্য বেড়েই চলেছে।

এক সময় যারা নিজেদেরকে শ্রেয় মনে করত, বাঙালিদের ‘গেয়ো’, ‘অশিক্ষিত’ ‘কালো মানুষ’ বলে হেলা করতো, সেই পাকিস্তানে এখন বাংলাদেশ এক বিস্ময়ের নাম। কীভাবে এই দেশ এগিয়ে গেল তাদেরকে পেছনে ফেলে, সে ভেবে কূল-কিনারা করতে পারছে না তারা।

পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন টক শোতে অর্থনীতি নিয়ে আলোচনায় বরাবর উঠে আসে বাংলাদেশের সাফল্য। পাকিস্তানের ব্যর্থতার কথা বলতে গিয়ে বারবার বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেন, বাংলাদেশ তাহলে কীভাবে পারছে। ইউটিউবে এসব টক শোর ভিডিও সার্চ দিলেই পাওয়া যায়।

সব শেষ শনিবার ক্যাপিটাল টিভির টকশোতেও বাংলাদেশের মতো পাকিস্তান গড়ার আকুতির কথা উঠে আসে। জায়গাম বলেন, ‘ইমরান খান পাকিস্তানকে সুইডেনের মতো বানানোর ঘোষণা দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দিন। পাঁচ বছর নয়, দশ বছরে তা বানিয়ে দিন। তাহলে আমরা ইমরান খানের জন্য পাগল হয়ে যাব।’

তবে পাকিস্তানের পক্ষে বাংলাদেশ হওয়া সম্ভব নয়, এটা জানেন দেশটির এই সাংবাদিক। বলেন, ‘অথচ এটাও হবে না। পাকিস্তানের সবচেয়ে বড় সঙ্কট দুর্নীতি। দুর্নীতি দূর হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে। আমাদের থেকে অনেক বেশি দারিদ্রপীড়িত দেশও আমাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। সবার আগে আমি বাংলাদেশের কথাই চিন্তা করব।’

বাংলাদেশে দুর্নীতি ব্যাপকভাবে আলোচিত হলেও পাকিস্তানের চেয়ে এই দেশের পরিস্থিতি অনেক ভালো। জায়গাম খান এই বিষয়ে বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত ২০১৭ সালের দুর্নীতিগ্রস্থ দেশগুলোর তালিকায় বাংলাদেশ পাকিস্তান থেকে ৪ নম্বরে এগিয়ে আছে। যেখানে বাংলাদেশের অবস্থান ২৮ ও পাকিস্তান ৩২। আমাদের থেকে এতো বেশি উন্নয়ন করছে যে, যদি পিটিআই সবকিছু ঠিক করতে চায় তাহলেও বাংলাদেশের মতো হতে ১০ বছর সময় লাগবে।’

‘আপনি তাদের উন্নয়নের গতি দেখুন আমাদেরও দেখুন। তাদের স্টক এক্সচেঞ্জ দেখুন আমাদেরও দেখুন। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ আর পাকিস্তানের ৫.২৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্পদ তিনশ বিলিয়ন ডলার আর আমাদের স্টক এক্সচেঞ্জের সম্পদ মাত্র একশ বিলিয়ন ডলার। ৪০ বিলিয়ন ডলার বাংলাদেশ রপ্তানি করে আর আমরা মাত্র ২২ বিলিয়ন ডলার।’

‘তাদের উন্নয়নের ধারাবিহকতাও অব্যাহত রয়েছে। আমাদের শুধু তাদের সমপর্যায়ে যেতে হলেও ১০-১২ বছর লেগে যাবে। ইমরান খানকে আগে এদিকেই মনোযোগ দিতে হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া