adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক : ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। জনসভা আনুষ্ঠানিকভাবে শুরুর ঘণ্টাদুয়েক আগে থেকেই নেতাকর্মীদের ঢল নামে।

দুপুর একটার মধ্যেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা প্রায় ভরে গেছে। বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভা।

কার্যালয়ের সামনে ট্রাকের ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। এখানে দাঁড়িয়ে বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা।

আজকের জনসভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়াপারসন কারাগারে থাকায় এতে প্রধান অতিথি থাকবেন প্রবীণ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই লোকারণ্য হয়ে গেছে পুরো পল্টন। সরকার আমাদের অতীতের মতো বড় মঞ্চ করে সমাবেশ করার সুযোগ দেয়নি। তবে তা সত্ত্বেও নেতাকর্মীদের ঢল থামানো যাবে না।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে অথবা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জানিয়েছিল। এ বিষয়ে ২৯ আগস্ট বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। তখন পুলিশ কমিশনার প্রতিনিধি দলকে মৌখিকভাবে নয়াপল্টনে জনসভা করার অনুমতি দেন বলে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে জানান। পরে শুক্রবার বিকালে বিএনপিকে শর্তসাপেক্ষে লিখিত অনুমতি দেয় বিএনপি।

ডিএমপি সূত্রে জানা গেছে, ২৩ শর্তে পুলিশ জনসভার অনুমতি দিয়েছে। শর্তের মধ্যে আছে- জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগে নেতাকর্মীদের সমবেত না হওয়া, বিকাল সাড়ে ৫টার মধ্যে জনসভা শেষ করা, জনসভাস্থলে লাঠি-সোটা নিয়ে না আসা, জনসভার জন্য নির্ধারিত সীমানার বাইরে নেতাকর্মীদের সমবেত না হওয়া ইত্যাদি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া