adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহে ২ ভারতীয় আটক

স্পাের্টস ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে দুই ভারতীয়কে আটক করেছে শ্রীলংকা ক্রিকেটের দুর্নীতি দমন ইউনিট। লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শ্রীলংকার ঘরোয়া ক্রিকেট লিগের ম্যাচে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছিল ডাম্বুলা-গল। খেলা চলাকালীন দুই ভারতীয় দর্শককে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। একটু পর পরই ফোনে কথা বলছিলেন তারা। তা দেখে তাদের আটক করা হয়।
লংকান ক্রিকেটের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুজন ভারতীয়কে আমরা সন্দেহজনক আচরণ করতে দেখি। সেটি এন্টি করাপশন ইউনিটের (এসিইউ) কর্মকর্তাদের জানাই। তারা তাদের আটক করে। বিষয়টি খতিয়ে দেখছে এ ইউনিট।

পুরো আইপিএলের আদলে হচ্ছে এ টুর্নামেন্ট। তবে তাতে খেলছেন শুধু দেশীয় ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, লাইমলাইটে নেই বলেই টুর্নামেন্টটিতে পাখির চোখ করেছেন ফিক্সাররা।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনো ধরনের প্রস্তাব পেলে যেন তারা দ্রুত সেটি জানান।
সম্প্রতি বোমা ফাটিয়েছে কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা। তাদের এক প্রতিবেদনে বিশ্বক্রিকেটে ফিক্সিংয়ের নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
এর পর শক্ত অবস্থান নিয়েছে এসএলসি। ফিক্সিং প্রতিরোধে সব কিছু ঢেলে সাজাচ্ছে তারা। এ নিয়ে পুরনো আইন সংশোধিত, পরিমার্জিত করা হয়েছে। স্পেশাল ফোর্স নিয়োগ দেয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া