adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে প্রধানমন্ত্রী – বিমসটেকে প্রাধান্য পাচ্ছে যে বিষয়গুলি

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে বৃহস্পতিবার (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক)’ চতুর্থ শীর্ষ সম্মেলন। এতে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে ইতোমধ্যে নেপালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা ছাড়াও এই শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা যোগ দেবেন।

সাতটি দেশের আঞ্চলিক জোটের নেতাদের নিয়ে কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় বৃহস্পতিবার বিকেলে শুরু হবে এই সম্মেলন। এর উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে একটি সেতুবন্ধন তৈরি করা।

সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের বিষয়ে সম্মেলনে অংশগ্রহণকারী দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের অলোচনার মূল বিষয় হবে বলে মনে করা হচ্ছে।

বুধবার এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘সম্মেলনে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী এ দেশগুলোর সঙ্গে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করার উপর জোর দেবে ভারত।’

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জোটের সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করাই হবে আমাদের লক্ষ্য।’

যদিও ১৪টি প্রধান বিষয় নিয়ে বিমসটেকের মূল আলোচনা হওয়ার কথা রয়েছে, তারপরও এতে অগ্রাধিকারের ভিত্তিতে ‘ব্লু ইকোনমি ও মাউন্টেন ইকোনমি’ যোগ হতে পারে। এছাড়া বিমসটেকের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)’র আওতায় শুল্ক সহায়তা চুক্তি ও মোটর গাড়ি ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তি নিয়েও মতবিনিময় হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, সম্মেলন অংশ নেওয়ার পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, বিমসটেক সম্মেলনের উদ্বোধনী পর্বে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে গ্রিড সংযোগ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণে ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে কোনো আলোচনা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিমসটেক একটি আঞ্চলিক সংস্থা। এটি অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। তবে সেখানে রোহিঙ্গা প্রসঙ্গ তুললে তা আলোচনা হতে পারে।

যদিও শীর্ষ সম্মেলনের আগে দু’দিন ধরে কাঠমান্ডুতে পররাষ্ট্রমন্ত্রী ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের আওতায় যেসব আলোচনা হয়েছে তার কোথাও জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ঘিরে সৃষ্ট সঙ্কট নিয়ে কোনো আলোচনা হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া