adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত অ্যাপল কম্পিউটার আড়াই কোটি টাকা

ডেস্ক রিপাের্ট : অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত কম্পিউটার নিলামে উঠছে। এর প্রত্যাশিত দাম হতে পারে আড়াই কোটি টাকা।

কিন্তু স্টিভ জবসের ব্যবহৃত, পুরনো কম্পিউটারের দাম এত কেন? একটাই কারণ, এটি একটি অরিজিনাল অ্যাপল-১ কম্পিউটার, ১৯৭৬ সালে তৈরি করেছিলেন স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক। কম্পিউটারটি আজও সচল রয়েছে।

অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটার ছিল এই অ্যাপল-১ সিরিজের কম্পিউটারগুলো। পৃথিবীর একেবারে প্রথম যুগের পার্সোনাল কম্পিউটারগুলির মধ্যে একটি ছিল এই অ্যাপল-১ কম্পিউটার।

সেই সিরিজের একটি কম্পিউটারই তোলা হচ্ছে নিলামে। মডেলটি ‘বাইট শপ স্টাইল অ্যাপল-১ নামে পরিচিত’।

ক্যালিফোর্নিয়ার বাইট শপের জন্যই আলাদা করে ২০০টি এরকম কম্পিউটার তৈরি করেছিলেন জোবস ও ওজনিয়াক।

নিলাম সংস্থা আরআর অকশন জানিয়েছে চলতি বছরের জুনে কম্পিউটারটিকে সারিয়ে কাজ করার মতো অবস্থায় আনা হয়। কম্পিউটারটি রিস্টোর করার দায়িত্বে ছিলেন অ্যাপল-১ কম্পিউটার বিশেষজ্ঞ কোরি কোহেন।

কোহেন কম্পিউটারটির একটি কন্ডিশন রিপোর্টও দিয়েছেন। তার মতে এটি এখনও ১০ ও ৮.৫ নম্বর পাওয়ার মতো অবস্থায় আছে।

তার পরীক্ষায় টানা ৮ ঘন্টা সফল ভাবে চলেছে কাজটি। তিনি জানিয়েছেন এই মেশিনটি দেখলে বোঝা যায় সেই সময়ও অ্যাপল সংস্থার হাতে পৃথিবীতে তৈরি অন্যতম সেরা মেশিন ছিল। আজকের দিনে এই কম্পিউটারটি হয়ত কারোর কাজে লাগবে না, কিন্তু সংগ্রাহকদের জন্য এটি অবশ্যই একটি বিরল সংযোজন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া