adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড. কামালের বাসায় বৈঠকে বি. চৌধুরী-আসম রব ও মান্না

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

রাজধানীর বেইলি রোডে কামাল হোসেনের বাসভবনে মঙ্গলবার রাত সোয়া ৮টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহম্মদ মনসুর, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সহ সভাপতি শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন।

বৈঠকে উপস্থিত থাকা এমন একজন নেতা জানিয়েছেন, বৈঠকের শুরুতে ড. কামাল হোসেন বলেন, ‘৫ জানুয়ারির মতো সরকার নির্বাচন করতে চায়। যেভাবে নির্বাচন করতে চাইছে তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা নিতে পারি তা এখনই ঠিক করতে হবে।’

তিনি বলেন, ‘যা কিছু করতে হবে তা সেপ্টেম্বরের মধ্যেই করতে হবে।’

গত বছরের ডিসেম্বরে যুক্তফ্রন্ট গঠন করেন বি চৌধুরী, রব ও মান্না। সমমনা বিভিন্ন রাজনৈতিক দলকে যুক্তফ্রন্টে যুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এরমধ্যে গত ২০ অাগস্ট বিকল্পধারা মহাসচিব মান্নানের গুলশানের বাড়িতে গণফোরামের নেতারা বৈঠক করতে যান।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ওই বৈঠকের পর যুক্তফ্রন্টে যোগ দেওয়ার ব্যাপারে নিজের সম্মতির কথা জানান।

এরই ধারাবাহিকতায় যুক্তফ্রন্টের নেতারা ড. কামালের বাসায় বৈঠকে বসলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া