adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেরালায় বন্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির

আর্ন্তজাতিক ডেস্ক : নজিরবিহীন বন্যায় ভাসছে কেরালা, মানুষের দুর্দশার শেষ নেই। এর মধ্যেও অভাবনীয় কিছু ঘটনা ছুঁয়ে গেছে মানুষকে।

হিন্দুত্ববাদী বিজেপির শাসনে ধর্মনিরপেক্ষ ভারতে যেখানে উগ্র হিন্দুত্ববাদের বিকাশের আশঙ্কা তৈরি হয়েছে, সেখানে দক্ষিণের এই রাজ্যে মুসলমানদের ঈদের নামাজ পড়ার সুবিধা দিয়েছে একটি হিন্দু মন্দির। তেমনি একটি মসজিদে আশ্রয় নিয়ে জীবন বাঁচিয়েছে ভিন্ন ধর্মের ২৬টি পরিবারের ৭৮ জন মানুষ, যাদের অধিকাংশই আবার হিন্দু।

শিশু নারী বয়স্ক সবারই ঠাঁই হয় উত্তর মালাপ্পুরামের জুমা নামের মসজিদে। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য জানিয়েছে। এই সজিদে খোলা হয়েছে রিলিফ ক্যাম্পও।

হিন্দু পরিবারগুলোর মসজিদে কেবল ঘুমের ব্যবস্থা নয়, সেখানকার ক্যান্টিনে রান্না করে খাওয়ানোও হয়েছে তাদের। এমনকি বাড়ি ফিরে যাওয়ার সময় তাদেরকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছেন মুসলমানরা।

পিটিআই জানায়, জুমা মসজিদে মোট ২৬ উদ্বাস্তু পরিবারকে আশ্রয় দেয়া হয়। চালিয়ার গ্রামের পঞ্চায়েত প্রধান পিটি উসমান বলেন, জুমা মসজিদে আশ্রয় পাওয়া লোকদের মধ্যে ৭৮জন ছিলেন হিন্দুধর্মালম্বী। এছাড়া অন্য ধর্মের লোকও আছেন সেখানে।

মসজিদে এ পরিবারগুলো দুইদিন আশ্রয় নেন। এরপর বন্যা পরিস্থিতির উন্নতি হলে নিজ গৃহে ফিরে যান তারা।

ওয়ানাদ ও মালাপ্পুরাম জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো ধুয়ে মুছে পরিস্কার করেছেন মুসলমানদের দুটি দল। বিষ্ণু মন্দির পরিস্কারের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিকে যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ নিয়ে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন সেখানকার মুসলমানরা।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের অধিকাংশ মসজিদও। আর ঈদুল আজহায় যেন নামাজে ব্যাঘাত না ঘটে, সে জন্য থৃসুর জেলার পুরাপ্পিল্লিকাভু রক্তেশ্বরী মন্দিরের দরজা খুলে দেয়া হয় মুসলমানদের জন্য।

প্রায় ২০০ জন মানুষ একসঙ্গে নামাজ পরেন ওই মন্দিরের হলে। যারা নামাজ পড়েছেন তাদের মধ্যে একজন বলেন, ‘আমরা প্রায় দুই ঘণ্টা সেখানে ছিলাম। শান্তিপূর্ণভাবে আমরা নামাজ পড়েছি। মন্দির কমিটি আমাদের জন্যে পানি এবং খাদ্যের ব্যবস্থা করেছে।’

স্থানীয় মসজিদ মহল্লা কমিটির পি.এ খালিদ বলেন, ‘আমরা আশা করেছিলাম পানি নেমে যাবে। বুধবার মসজিদেই আমরা ঈদের নামাজ আদায় করতে পারবো। কিন্তু বুঝতে পারলাম এটা কোন ভাবেই পানি নামবে না। তখন সবার মনেই কষ্ট নেমে আসলো এবার হয়তো ঈদের নামাজ আদায় করা হবে না। এরপরে আমরা মন্দির কমিটির একজনের সঙ্গে কথা বললাম। তিনি সঙ্গে সঙ্গে মন্দিরে নামাজ আদায়ের জন্যে আমন্ত্রণ জানালেন।’

মন্দিরটির কর্তাব্যক্তিদের একজন বলেন, ‘সবার আগে আমরা মানুষ। শুধু এরকম দুর্যোগে পড়ে নয়, সবসময়ই আমাদের স্মরণে রাখা উচিৎ যে আমরা একই ঈশ্বরের সন্তান। আশা করি এই সম্প্রীতির বন্ধন অব্যাহত থাকবে আগামী দিনগুলোতেও, যাতে করে এখনও যেসব মানুষের সাহায্য প্রয়োজন তাদের জন্য আমরা সকলে সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে পারি।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া