adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় মারা গেলাে ১০জন

ডেস্ক রিপাের্ট : ঈদুল আজহার দিন সড়কে ১০জন নিহত হয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে বগুড়ায় চারজন, কুষ্টিয়ায় তিনজন ও সিরাজগঞ্জে তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন।

বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- অটোরিকশার চালক শফিকুল ইসলাম (৪৫), অটোরিকশার যাত্রী মঞ্জুয়ারা বেগম (৬০) ও আলীমুদ্দিন (৭০)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী আল হামরা পরিবহনের একটি বাস মাঝিরাবন্দর এলাকায় সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়াগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনজন মারা যান।

এ দিকে মঙ্গলবার দিবাগত রাতে শাজাহানপুরের আড়িয়াবাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নৈশপ্রহরী নিহত হন।

সিরাজগঞ্জ
বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দে দুজন ও সকালে সলঙ্গায় একজন নিহত হন। উভয় দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বেলা দেড়টার দিকে ছাগলবোঝাই একটি ট্রাক কামারখন্দ উপজেলার ঝাঐল নামক স্থানে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ আলম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপর দুর্ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ র‍্যাব-১২ ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) জ্যোতির্ময় রায় বলেন, সকাল সাড়ে আটটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া কামারপাড়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে ট্রাকে থাকা এক গরু ব্যবসায়ী মারা যান।

কুষ্টিয়া
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বুধবার দুপুর দুইটার দিকে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। অপর দিকে একই সময়ে দৌলতপুরের তারাগুনিয়ায় ট্রাকচাপায় এক শিশু মারা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল জেলার ক্ষিতীশ চন্দ্র (৭০), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিপন আলী (২৫)। নিহত শিশুর নাম শাহাবুল (১২)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ট্রাকটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এটি শহরের বটতৌল এলাকায় পৌঁছালে মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী নিহত হন।

অন্যদিকে কুষ্টিয়ার প্রাগপুর সড়কের তারাগুনিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ট্রাকচাপায় ওই শিশু মারা যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া