adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাঙ্গুলীকে ফেলে দিলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিকও ছিলেন তিনি। তবে সাবেক এই অধিনায়ককে টপকে এই রেকর্ডের মালিক এখন দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান নটিংহাম টেস্টের আগে ভারতের অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ১৬৯৩ রানের মালিক ছিলেন গাঙ্গুলী। দ্বিতীয় স্থানে থাকা কোহলির রান ছিলো ১৬৩৪। অর্থাৎ, গাঙ্গুলীকে পেছনে ফেলতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ৬০ রান।

চলমান সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রানের ইনিংস দিয়ে বিদেশের মাটিতে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান কোহলি। কোহলির বর্তমান রান ১৭৩১।

গাঙ্গুলীর চেয়ে অনেক কম টেস্ট ম্যাচও খেলেছেন কোহলি। মাত্র ১৯ টেস্টে ১৭৩১ রান নিয়ে বিদেশের মাটিতে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক কোহলি। গাঙ্গুলী অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ২৮ টেস্ট খেলেছেন।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে ৩০ টেস্টে ধোনির রান ১৫৯১।

চতুর্থস্থানে থাকা মোহাম্মদ আজহারউদ্দিনের রান ২৭ টেস্টে ১৫১৭। পঞ্চম স্থানে থাকা রাহুল দ্রাবিড় ১৭ টেস্টে করেছেন ১২১৯ রান। এছাড়া সিরিজের তৃতীয় টেস্টে ৯৭ রানের ইনিংস খেলার পথে ভারতের ১৩তম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ১ হাজার রানও পূর্ণ করেছেন কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ রান শচীন টেন্ডুলকারের। ৭টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৩৫ রান রয়েছে টেন্ডুলকারের। ২৪৮৩ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আরেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া