adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এফডিসিতে অভিনেতা সাত্তারের জানাজা সম্পন্ন

বিনােদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ও অভিনেতা আবদুস সাত্তারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে এফডিসিতে।

বাদ জোহর এফডিসির প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, বাপ্পী চৌধুরী, সুব্রত, জ্যাকিসহ আরো অনেক কলাকুশলীরা।

ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শাহ আলম কিরণ। ছিলেন মরহুম সাত্তারের স্বজনরা। এছাড়া জানাজায় ছিল না চোখে পড়ার মতো নামি কেউ কিংবা তার সমকালীন কোনো অভিনেতা-অভিনেত্রীকেও দেখা যায়নি।

জানাজা শেষে জায়েদ খান বলেন, আবদুস সাত্তার চার শতাধিক সিনেমায় কাজ করেছেন। এছাড়া অসংখ্য নাটকে কাজ করেছেন৷ তার মৃত্যুতে শিল্পী সমিতি গভীরভাবে শোকাহত।

শিল্পী সমিতির পক্ষ থেকে সোমবার এফডিসির মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। ঈদের পর শিল্পী সমিতিতে কোরআন খতম দেয়া হবে।

এফডিসির জানাজার আগে আবদুস সাত্তারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিটিভিতে দুপুর একটায়। প্রবীণ এই অভিনেতার মরদেহ দাফন করা হচ্ছে শাহজানপুর গোরস্থানে।

শুধু অভিনেতা নয়, আবদুস সাত্তার নির্মাণ করেছেন সিনেমাও। অশান্ত ঢেউ, রাখে আল্লাহ মারে কে এবং ফয়সালা এই তিনটি ছবি নির্মাণ করেছেন।

দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভুগে আবদুস সাত্তার গতকাল রাত ২ টায় মারা যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া