adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শারীরিক অবস্থা গুরুতর অবনতি হয়েছে। লাইফসাপোর্টে রয়েছেন তিনি। তার বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করেছে।

গত ১১ জুন কিডনি, হার্ট ও মূত্রনালীর সংক্রমণ নিয়ে দিল্লির অ্যাইমস হাসপাতালে ভর্তি হন বাজপেয়ি।

এর পর ৯ সপ্তাহ ধরে এ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়। খবর আজকালের।

৯৩ বছরের বাজপেয়ি ভারতের ১০ম প্রধানমন্ত্রী। ১৯৯৬ থেকে ৯৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনবার নির্বাচিত হন। এর পর ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত পাঁচ বছর সরকারের নেতৃত্ব দেন।

বাজপেয়ির অবস্থা সংকটজনক শুনে বুধবার সন্ধ্যায় অ্যাইমসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজপেয়ির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এদিকে বৃহস্পতিবার সকালে অ্যাইমসে যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, বিজেপি সভাপতি অমিত শাহ, মন্ত্রী জেপি নাড্ডা, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুপুরের বিমানে দিল্লি যাচ্ছেন বাজপেয়িকে দেখতে।

এদিকে বৃহস্পতিবার অ্যাইমসে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর।

অ্যাইমসের চিকিৎসক রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন বাজপেয়ি। গুলেরিয়া শেষ তিন দশক ধরে তার পারিবারিক চিকিৎসকের দায়িত্ব পালন করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া