adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোনো খেলোয়াড় অনুশীলনে আসতে দেরি করলে ৫০০ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক : ভারতীয় হকি দলে নতুন নিয়ম চালু হলো। যদি কোনো খেলোয়াড় ভুল করে, আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক না হয়, তা হলে জরিমানা দিতে হবে, এমন নিয়ম চালু হয়েছে ভারতীয় হকি দলে।
ভারতে ক্রিকেটের পাশাপাশি হকিও জনপ্রিয়। এশিয়া কাপ হকির সর্বশেষ চ্যাম্পিয়ন ভারত। দেশে এবং দেশের বাইরে অসাধারণ অসাধারণ খেলে আসছে ভারতীয় হকি দল। ভবিষ্যতে যাতে সেই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় থাকে সেজন্য সতর্ক কোচ হরেন্দ্র সিং।

যে কারণে এশিয়া কাপে খেলতে নামা ভারতীয় হকি দলের কোচ বলেন, ট্রেনিং শুরু হওয়ার ২ মিনিট পর যদি কেউ মাঠে আসে তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। দলের বাকি ১০ জন একরকম নিয়মে চলছে আর আমি অন্যরকম। এমনটি হলে বুঝে নিতে হবে আমি ভুল দিকে যাচ্ছি।

হকি দলের কোচ বলেন, নিজেকে তখনই সতর্ক করা উচিত। শুধু তাই নয়, জরিমানা ছাড়াও আরেকরকম শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ওদের মধ্যে যে ভুল করবে তাকে সর্বক্ষণ একটা টুপি পরে থাকতে হবে। রুস্টার হ্যাট টুপিটা দেখে হাসি পাবে। কিন্তু পরোক্ষভাবে ওরা নিজেদের ভুলের উপরই হাসবে। সেই হাসির মধ্যে দিয়ে নিজেদের অজান্তেই প্রত্যেকে পরেরবার ভুল না করার অঙ্গীকার করবে।

ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ বলছেন, কোচ জানেন, খেলোয়াড়রদের কি ভাবে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হয়। অনেক সময় আমরা একজন ভুল করে বসি, যে ভুলের কারণে তাকে মাঠও ছাড়তে হয়। তার সেই শূন্যস্থান পূরণ করতে গোটা দলকে নেমে পড়তে হয়। তাই এরকম একটা নিয়মের দরকার ছিল। – আই এইচ এফ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া