adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে যোগ্য সম্মান দিয়েই দলে রাখবো : আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপেও খালি হাতে ফিরেছেন বিশ্ব ফুটবলের জাদুকর। দ্বিতীয় রাউন্ডেই বিশ্বকাপ সফরের সমাপ্তি ঘটেছে।

রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই জল্পনা ছিল এটাই হয়ত শেষ বিশ্বকাপ আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের। কিন্তু বিশ্বকাপের পরও ফুটবল বিশ্বকে খানিকটা অবাক করে অবসর নিয়ে কোন কথা বলেননি ৩১ বছরের তারকা ফুটবলার। তবে মেসি যাই ভাবুন না কেন তাকে তার যোগ্য সম্মান দেবে আর্জেন্টাইন ফুটবল। এমনটাই জানালেন নীল সাদা দলের নবনিযুক্ত কোচ স্ক্যালোনি।

সম্প্রতি আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন আইমার এবং স্ক্যালোনি। এদের কোচিংয়েই আগামী মাসে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৯ অগাস্টের মধ্যে দলের খেলোয়াড়দের তালিকা দেওয়ার নির্দেশ রয়েছে।

প্রীতি ম্যাচের দল ঘোষণা ও মেসি প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, দলের তালিকা এখনও তৈরি নয়। প্রথমিক দলও তৈরি হয়নি। এখনই মেসিকে নিয়ে ভাবার সময় আসেনি। ওকে আমরা এখনই ডাকছি না।

এরপরই নবনিযুক্ত আর্জেন্টাইন কোচ বলেন, দল গঠনের সময় দেখবো কী করা যায়। আমি মেসিকে ভালোভাবে জানি এবং তার সঙ্গে কথা বলা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমরা তার যাগ্য মূল্যায়ন করতে চাই। যাতে মেসির এটা মনে হয় আর্জেন্টিনা দলে তার প্রয়োজন রয়েছে। আমরা ওকে সম্মান করি।

পাঁচবার ব্যালন ডি’অর থেকে গোল্ডেন বুট, গোল্ডেন বল। বিশ্ব ফুটবলের প্রায় সমস্ত সেরা পুরস্কারগুলো রয়েছে মেসির ঝুলিতে। নিজের ১৩ বছরের ফুটবল কেরিয়ারে বিশ্বফুটবলের একাধিক রেকর্ড ভেঙ্গেছেন। গড়েছেনও প্রচুর নতুন রেকর্ড। মারাডোনা থেকে পেলের মত কিংবদন্তি ফুটবলাররা স্বীকার করে নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন মেসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া