adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬ সেপ্টেম্বর ‘অপারেশন জ্যাকপট’ এর মহরত

বিনােদন ডেস্ক : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের অভিযান একটি ঐতিহাসিক ঘটনা। নৌ-কমান্ডোদের ওই অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ওই ঘটনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। চলচ্চিত্রটি নির্মাণের লক্ষ্যে এর প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় এর মহরত অনুষ্ঠিত হবে।

রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম এবং চলচ্চিত্রটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘অপারেশন জ্যাকপট’ অভিযানের উদ্দেশ্য ছিল দেশের সমুদ্র ও নদীবন্দরগুলো অকার্যকর করে দেয়া। যাতে করে পশ্চিম পাকিস্তানিরা সমুদ্র ও নৌপথ ব্যবহার করে বাংলাদেশে (তৎকালীন পূর্ব-পাকিস্তান) সহজে আক্রমণ করতে না পারে।

মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোরা স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত গানের সংকেত পেয়ে ১৯৭১ সালের ১৪ আগস্ট দিবাগত রাতে একই সাথে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং নারায়ণগঞ্জ ও চাঁদপুর নদীবন্দর আক্রমণ করে।

ওই অভিযানের ফলে পশ্চিম পাকিস্তানিরা হতভম্ব হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। মুক্তিযোদ্ধারা আরো সাহসী ভূমিকা পালন করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া