জাপান টোব্যাকো সাড়ে ১২ হাজার কোটি টাকায় আকিজ বিড়ি কিনছে
নিজস্ব প্রতিবেদক : দেশের বিড়ি ব্যবসায় দ্বিতীয় বৃহত্তম কোম্পানি আকিজ টোব্যাকো কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। জাপান টোব্যাকো গ্রুপ নামের একটি তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানি ১২ হাজার ৪৩০ কোটি টাকায় এটি কিনে নিচ্ছে।
সোমবার জাপান টোব্যাকো গ্রুপের সঙ্গে আকিজ টোব্যাকোর এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, জাপান টোব্যাকো গ্রুপ এ ব্যবসা কিনতে আকিজ গ্রুপকে ১২ হাজার ৪৩০ কোটি টাকা পরিশোধ করবে।
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে এই লেনদেন প্রক্রিয়া শেষ হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান টোব্যাকোর পক্ষ থেকে জানানো হয়, এর মাধ্যমে তারা এশিয়ায় ব্যবসার প্রসার ঘটাবে। আকিজ বাংলাদেশের সিগারেট বাজারে পাঁচ ভাগের এক ভাগ শেয়ার দখল করে আছে। বিশ্ব র্যাংকিংয়ে কোম্পানিটি অষ্টম বৃহত্তম।
আকিজ টোব্যাকো সিগারেট উৎপাদনে বছরে ৮ হাজার ৬০০ কোটি ইউনিট ছাড়িয়েছে। প্রতি বছরে যার প্রবৃদ্ধি প্রায় ২ শতাংশ।