adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : দুদু

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক দিনে দেশের কোমলমতি শিক্ষর্থীরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের সার্বিক অবস্থা কতটা ভয়াবহ। দেশের এই ভয়াবহ পরিণতির জন্য প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের উপর বর্বরোচিত হামলা এবং দেশের চলমান ছাত্রছাত্রীদের ন্যায়সংগত আন্দোলনে অব্যাহত হামলা মামলার প্রতিবাদে এক নাগরিক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী আপনার উচিত হবে এই ন্যায্য দাবিতে আন্দোলনরত শিশু কিশোরদের কাছে ক্ষমা চাওয়া, আপনার শাসনকালে আপনি যে অন্যায়, অত্যাচার করেছেন মানুষের উপরে তার জন্য রাস্তায় নেমে শিশু কিশোরদের কাছে ক্ষমা চান। আপনার (প্রধানমন্ত্রীর) শাসন যে কতটা হাস্যকর কতটা নির্মম নিষ্ঠুর আপনি নিজেও জানেন না।

তিনি বলেন, ‘আমরা গত ৭ দিন ধরে ছোট ছোট ছেলে মেয়েদের আন্দোলন করতে দেখছি, তারা রাস্তায় গাড়ি ধরে ধরে লাইসেন্স দেখছে। গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে পুলিশ না থেকে যদি এই শিশুকিশোরা সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাতো তা হলে সুষ্ঠু নির্বাচন হতো’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির এই শীর্ষনেতা আরও বলেন, ‘আজকেও সারা দেশে ৫ জন মারা গেছে, এর জন্য দায়ী আপনার মন্ত্রী শাজাহান খান, আপনি তাকে পদত্যাগ করাতে পারছে না। আজকে এই লাইসেন্সবিহীন মানুষগুলোই মানুষ হত্যা করছে, এরা চাঁদাবাজি করছে, এরা মানুষ খুন করছে। আর এরা শাহজাহান খানের লোক’।

তিনি বলেন,‘এখন মানুষের কোন নিরাপত্তা নেই। এই শাজাহান খানের লোকেরা রাস্তায় মানুষের উপর গাড়ি উঠিয়ে দিবে, সরকার উল্লাস করবেন হাসবেন, এই হাসির পিছনে একটা ছায়া রয়েছে, সেই ছায়ার মানুষটিকে আমরা দেখতে পাই, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনি যদি সত্যিকার অর্থে বিচার চাইতেন সে দিনেই শাহজাহান খানের পদত্যাগ করতে বাধ্য করতেন। সেটা না করে স্বরাষ্ট্র মন্ত্রী হুমকি দিচ্ছে, সেতুমন্ত্রী হুমকি দিচ্ছে’।

এসময় দুদু হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন, ‘আপনারদের (সরকার) সময় কমে আসছে। কোথায় পালবেন? জায়গা খুঁজে পাবেন না, শিশুকিশোরদের আন্দোলনে আজকে মাথা খারাপ হয়ে গেছে, ছাত্ররা নামে নাই, শ্রমিকরা নামে নাই তারা নামলে তখন কই যাবেন। তাই আপনাদের বলছি সময় থাকতে, খালেদা জিয়াকে মুক্তি দেন, অন্যথায় কিছুদিন পর নতুন সরকার আসবে তখন আপনাদের সকল কিছুর হিসেব দিতে হবে’।

মাহমুদুর রহমানের উপর হামলার প্রসঙ্গ টেনে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,‘মাহমুদুর রহমান কিছুদিন আগে কুষ্টিয়া গিয়েছিলেন মামলার হাজিরা দিতে, কিন্তু আমরা সেখানে দেখলাম তাকে পুলিশ সহায়তা না করে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে। আজকে বেশকিছুদিন হয়ে গেলেও হামলাকারীদের বিচারের আওতায় আনা হয়নি, আমরা যখন ক্ষমতায় আসবো তখন তাদের বিচারের আওতায় কাঠগড়ায় দাঁড় করানো হবে’।

আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে জাতীয় পাটির্ (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন। – শীর্ষনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া