adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজব্রত পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৭১,৩১০ বাংলাদেশি – এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু

ডেস্ক রিপাের্ট : চলতি বছর পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ৭১,৩১০ বাংলাদেশি হজযাত্রী। গত ৩০ জুলাই আরও ৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সংখ্যা দাড়ালো ১৩ জনে। মক্কা বাংলাদেশ হজ অফিস এ খবর নিশ্চিত করেছে।

৩০ জুলাই মারা যান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুরাইয়া আক্তার (৬২), কুমিল্লার হোমনা উপজেলার জয়নাল আবেদীন (৭০) এবং ফেনীর পশুরাম উপজেলার জামাল উদ্দিন ভুঁইয়া (৭৪)।

সুরাইয়া আক্তার হামজা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে ২৮ জুলাই সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যান। জয়নাল আবেদীন আমার ভাই ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে হজ পালনের জন্য গত ১৬ জুলাই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে আসেন এবং জামাল উদ্দিন ভুঁইয়া ফ্লাই সোন ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ২৮ জুলাই সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যান।

এদিকে ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টিসহ মোট ২০১টি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীর সংখ্যা ৬৮ হাজার ৫১ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া