adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুনর্নির্বাচনের দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাকিস্তানেরে ১১তম জাতীয় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইমরান খানকে ক্ষমতায় আনতে নির্বাচনে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছে দলগুলো। খবর বিবিসি ও গ্লোবাল পোস্টের।

শুক্রবার ইসলামাবাদে বিরোধী রাজনৈতিক দলগুলো এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানায়। ওই সংবাদ সম্মেলনে এক ডজনের বেশি রাজনৈতিক দল অংশ নেয়।

সংবাদ সম্মেলনে মুত্তাহিদা মজলিশ-এ-আমাল (এমএমএ) পার্টির নেতা ও জোটের মুখপাত্র মাওলানা ফাজালুর রহমান বলেন, ‘আমরা পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করবো। আমরা বিক্ষোভ করবো।’

সংবাদ সম্মেলনে বিরোধী নেতারা বলেন, ২৫ জুলাইয়ের ওই নির্বাচনের পর এখন পর্যন্ত ১১৫টি আসন পেয়ে এগিয়ে রয়েছে ইমরান এবং তাকে জয়ী ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এক নেতা বলেন, পুনরায় নির্বাচনের জন্য বিক্ষোভে নামবেন তারা। বিরোধীদের এই জোটে নেতৃত্ব দেয় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ভাই শাহবাজ শরিফ বলেন, আমরা এখনও সিদ্ধান্ত নেইনি যে পার্লামেন্ট বয়কট করা হবে কি না।

এই নির্বাচনে মূলত লড়াই হয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর মধ্যে। ২৭২টি আসনের মধ্যে ৬৪টি আসন পেয়েছে পিএমএল-এন। আর ৪৩ আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

১১৭ আসন পাওয়ায় একক সরকার গঠনে সক্ষম হননি ইমরান খান। এ কারণে জোট সরকার গঠনে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া