adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে নির্বাচনের দিনে বোমায় নিহত ৩১, আইএস’র দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ নির্বাচনের দিনে পাকিস্তানের কোয়েটায় একটি ভোট কেন্দ্রের বাইরে বোমা হামলায় অন্তত ৩১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের এএমএকিউ বার্তা সংস্থায় হামলার দায় স্বীকার করেছে। এক আত্মঘাতী হামলাকারী এ বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু তারা জানায়নি এমনকি তাদের দাবির পক্ষে কোনো প্রমাণও দেয়নি।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি ভাষার পত্রিকা দ্য ডন জানিয়েছে, বুধবার সকালে সারা দেশে ভোটগ্রহণ শুরুর পর বেলা ১১টার দিকে কোয়েটার ইস্টার্ন বাইপাস এলাকায় একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।

কোয়েটা সিভিল হাসপাতালের কর্মকর্তারা জানান, হামলায় আহত ২০ জন তাদের কাছে চিকিৎসা নিচ্ছেন। হতাহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও আছেন।

পুলিশ ইতোমধ্যে সেখানে তদন্ত শুরু করেছে। হাশিম গাজী নামে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, “হামলাকারী ভোটকেন্দ্রে প্রবেশ করতে চাইছিল। পুলিশ তাকে ঠেকাতে গেলে সে নিজের শরীরে থাকা বোমায় বিস্ফোরণ ঘটায়।”

কোয়েটার ওই আসনটি নির্বাচনের আগে থেকেই স্পর্শকাতর হিসেবে বিবেচিত হচ্ছিল। সেখানে একটি স্কুলে ভোটগ্রহণ চলার মধ্যেই বাইরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

পাকিস্তানের টেলিভিশনগুলোর প্রচারিত ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্ফোরণস্থল ঘিরে রেখেছেন।

বিস্ফোরণের পর কোয়েটা সিভিল হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার পাকিস্তানজুড়ে ২৭২টি আসনের সংসদ সদস্য ঠিক করতে ভোটগ্রহণ হয়েছে। সহিংসতা ও সন্ত্রাসী হামলার শঙ্কায় ভোট কেন্দ্রগুলোর আশপাশে সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল। তার মধ্যেই এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে।

গত জুলাইয়ে এ নির্বাচনের প্রচারের শুরু থেকে সহিংসতা ও জঙ্গি হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।

এর মধ্যে ১০ জুলাই আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) এক দলীয় বৈঠকে বিস্ফোরণে ২০ জন নিহত হন। এর তিন দিনের মাথায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) এক বৈঠকে বোমা হামলায় এক প্রার্থীসহ অন্তত ১২৮ জন নিহত হন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া