adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আসুসের নতুন গেমিং ল্যাপটপ

ডেস্ক রিপাের্ট : আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো আসুসের অষ্টম প্রজন্মের গেমিং নোটবুক জিএল৫০৩জিই। তাইওয়ানিজ প্রযুক্তি নির্মাতা আসুসের এই পণ্য বর্তমানে বাজারে এক বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

অষ্টম প্রজন্মের এই গেমিং ল্যাপটপটি শুধু গেমে খলার জন্যই নয় বিনোদন সহ অফিসিয়াল ডিজাইনিং, ভিডিও এডিটিং এর মত কাজ করার জন্য বিশেষভাবে তৈরি।

এই ল্যাপটপটিতে দীর্ঘসময় ধরে গেইম খেলার জন্য রয়েছে এন্টি ডাস্ট কুলিং সিস্টেম যার ফলে ল্যাপটপের তাপমাত্রা অতিরিক্ত বাড়বে না। এতে থাকছে ১৫.৬ ইঞ্চির ফুল এইডি ডিসপ্লে যার ফলে স্বচ্ছ ও প্রাণবন্ত লাগবে যেকোন ভিডিও।

এছাড়াও এতে রয়েছে ইন্টেল কোরআই-৫ ও কোরআই-৭ প্রসেসর যা যথাক্রমে ৮ গিগাবাইট এবং ১৬ গিগাবাইট র‌্যাম সমৃদ্ধ। আরও থাকছে ১ টেরাবাইট হার্ডডিস্ক ও ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ । এত গুণাগুণ সমৃদ্ধ এই ল্যাপটপটির ওজন প্রায় ২.৬০ কেজি।

ল্যাপটপটিতে রয়েছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০টিআই সিরিজের ৪ জিবি গ্রাফিক্স যা দেবে চমৎকার ভিডিও ও গেমিং অভিজ্ঞতা।

গেমিং এই ল্যাপটপটির মূল্য ১,০৩,০০০ টাকা থেকে শুরু। ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যেকোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া